ইসলাম

জামায়াত শুধু প্রতিবাদের দল নয়, দুর্নীতির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ—ডা. শফিকুর রহমান

  প্রতিনিধি ২২ জুলাই ২০২৫ , ২:৪৩:৪৫                        

ইসলাম ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,
“জামায়াত কারও জুলুমে ভয় পায় না। দুর্নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবেই। আমরা জালিমদের চেয়ে শক্তিশালী।”

আরো পড়ুন:

জামায়াতের পর এবার বড় শোডাউনের পরিকল্পনা বিএনপির

তিনি বলেন, আল কুরআনই মানবজাতির সর্বশ্রেষ্ঠ দিকনির্দেশনা। কুরআনের পথেই এ দেশে ইসলাম কায়েম হবে। দুর্নীতির শেকড় উপড়ে ফেলাই আমাদের অঙ্গীকার।”

শিক্ষার খবর সহ সকল প্রকার খবর সবার আগে জানতে
আমাদের পেইজে ফলো দিয়ে সাথেই থাকুন সারাক্ষণ

মঙ্গলবার (২২ জুলাই) বিকাল ৩টার দিকে পাবনার ঈশ্বরদীর টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনিয়ম, দুর্নীতি ও জুলুমের বিরুদ্ধে লড়াই করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “লড়াই করতে প্রস্তুত আছেন তো? এই সংগ্রাম চলমান থাকবে।”

নিজের সাম্প্রতিক মঞ্চ দুর্ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, “আমি সেদিন মঞ্চ থেকে পড়ে যাই। আপনারা দোয়া করবেন—আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে কবুল করেন।”

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহতদের স্মরণ করে তিনি বলেন, “আমরা বিশ্বাস করি নিহতের সংখ্যা ২৭ নয়, আরও বেশি। আমরা তাদের জন্য দোয়া করি—আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন। আহত ও নিহতদের পরিবার পাশে আমরা থাকবো, রক্ত ও অর্থ যা কিছু প্রয়োজন, জামায়াত তা দেবে।”

তিনি আরও জানান,
“১৮ জুলাই জাতীয় সমাবেশে যোগ দিতে ঢাকা যাওয়ার পথে গাজীপুরে বাসে স্ট্রোক করে ঈশ্বরদীর জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাস শহীদ হন। তার রেখে যাওয়া কলম আমাদের হাতে তুলে দিয়েছেন।”
জামায়াত তার পরিবারের পূর্ণ দায়িত্ব নিয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান, পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল,
জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, মাওলানা ইকবাল হোসেন, অধ্যাপক আলী আজগর প্রমুখ। সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ড. নুরুজ্জামান প্রামাণিক।

Google News

প্রতিদিন ইসলাম অনলাইনের সর্বশেষ খবর পেতে
Google News ক্লিক করুন।

আরও খবর

Sponsered content