ইসলাম

আলিমের স্থগিতকৃত পরীক্ষার নতুন সময় সূচি প্রকাশ

  প্রতিনিধি ২৩ জুলাই ২০২৫ , ১:০৭:২৪                        

ইসলাম ডেস্ক: আলিমের স্থগিত চার দিনের পরীক্ষার নতুন সূচি প্রকাশ। ঢাকায় বিমান বিধ্বস্ত, ফেনীতে বন্যা পরিস্থিতি এবং গোপালগঞ্জে সংঘর্ষের পর কারফিউ জারির কারণে মাদরাসা বোর্ডের অধীনে চলমান আলিমের চারদিনের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সেসব পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

আরো পড়ুন:

ড. ইউনুসের স্বজনপ্রীতির বিষয়ে যা জানালেন : এনসিপি নেতা হাসনাত

বুধবার (২৩ জুলাই) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সই করা বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়।

শিক্ষার খবর সহ সকল প্রকার খবর সবার আগে জানতে
আমাদের পেইজে ফলো দিয়ে সাথেই থাকুন সারাক্ষণ

পরিবর্তিত সূচি অনুযায়ী- আলিমের গত ১০ জুলাইয়ে সারাদেশে স্থগিত হওয়া ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা আগামী ১৪ আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। আর ১৫ জুলাই শুধুমাত্র গোপালগঞ্জ জেলায় স্থগিত হওয়া আরবি দ্বিতীয়পত্র পরীক্ষাটি ১৩ আগস্ট বুধবার নেওয়া হবে।

অন্যদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় ২২ ও ২৪ জুলাই স্থগিত হওয়া পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৭ ও ১৯ আগস্ট। ১৭ আগস্ট নেওয়া হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা। আর ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে বালাগাত ও মানতিক (সাধারণ বিভাগ), পদার্থ বিজ্ঞান প্রথমপত্র (তত্ত্বীয়), ও তাজবীদ প্রথমপত্র (মুজাব্বিদ মাহির বিভাগ)।

এছাড়া পরিবর্তিত সময়সূচি অনুযায়ী- আলিমের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ২১ আগস্ট। এ পরীক্ষা চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

Google News

প্রতিদিন ইসলাম অনলাইনের সর্বশেষ খবর পেতে
Google News ক্লিক করুন।

আরও খবর

Sponsered content