ইসলাম

যে সকল মাদরাসার প্রধানদের বেতন বন্ধ হচ্ছে

  প্রতিনিধি ২৫ জুলাই ২০২৫ , ১১:২৫:৩৯                        

ইসলাম ডেস্কঃ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসাসমূহের ভবন, আইসিটি ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম ইত্যাদির রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠ পরিচালনার নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

আরো পড়ুন:

নীতিমালা প্রকাশ একাদশে ভর্তির আবেদন শুরু ৩০ জুলাই, ফি ২২০ টাকা

এই নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের/ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও স্থগিতকরণসহ প্রযোজনীয় আইনানানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

শিক্ষার খবর সহ সকল প্রকার খবর সবার আগে জানতে
আমাদের পেইজে ফলো দিয়ে সাথেই থাকুন সারাক্ষণ

বুধবার (২৪ জুলাই) মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ আব্দুল মান্নান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নিয়ন্ত্রণাধীন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তররের আওতাধীন “নির্বাচিত মাদ্রাসাসমূহের উন্নয়ন (২য় সংশোধিত)” প্রকল্পের আওতায় সারা দেশে সর্বমোট ১৬৪৮টি মাদ্রাসায় একাডেমিক ভবনের মধ্যে ১২৯৯টি মাদ্রাসায় নির্মাণ কাজ শেষ হয়েছে এবং অবশিষ্ট মাদ্রাসায় নির্মাণ কাজ জুন/২০২৬ এর মধ্যে সম্পন্ন করার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। মাদ্রাসা শিক্ষার অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার গুণগতমান বৃদ্ধির জন্য সারা দেশে একই ধরণের (প্রোটোটাইপ) ৪/৬ তলা দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করা হচ্ছে।

এতে আরও বলা হয়, নির্মাণাধীন প্রকল্প এলাকা পরিদর্শনকালে গভীর উদ্বেগের সাথে প্রায়শঃই দেখা যাচ্ছে যে,ভবনসমূহ রক্ষণাবেক্ষণ করা হয় না, শ্রেণিকক্ষ অপরিচ্ছন্ন থাকে এবং টয়লেট ও বেসিন নষ্ট হওয়ার ফলে ওয়াশব্লক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া চার তলার ছাদে দুই পার্শ্বে পানির ট্যাংকের নিচে পানি জমে শেওলা পড়ে বিভিন্ন ধরনের গাছপালা গজিয়েছে। ফলে মাত্র ২/১ বছর পূর্বে হস্তান্তরিত ভবনসমূহ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। পরিদর্শনকালে প্রতীয়মান হয় যে, কোন কোন প্রতিষ্ঠান সরকারি সরকারি স্থাপনা, ভবন ও সম্পত্তি রক্ষায় উদাসীন।

বলা হয়, প্রকল্পের অনুমোদিত প্রকল্প দলিলে উল্লিখিত ভবনের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা, আদর্শ পরিচালন ও রক্ষণাবেক্ষণ পদ্ধতি (SOP) এবং প্রকল্পের Exit Plan বিষয়ক দিক নির্দেশনা অনুযায়ী প্রতিটি মাদ্রাসা কর্তৃপক্ষকে ভবনসমূহ রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে; যা মাদ্রাসা কর্তৃপক্ষের জন্য বাধ্যতামূলক ভাবে অনুসরণীয়। তৎপ্রেক্ষিতে “নির্বাচিত মাদ্রাসাসমূহের উন্নয়ন (২য় সংশোধিত)” প্রকল্পটির আওতায় নির্মিত মাদ্রাসার প্রধানদের প্রকল্প দলিলের নির্দেশনা আবশ্যিকভাবে প্রতিপালনের জন্য অনুরোধ করা হলো।

বর্ণিত প্রকল্পসহ অন্যান্য প্রকল্প ও রাজস্ব বাজেটের আওতায় প্রদত্ত সরকারি সম্পত্তি যেমন ভবন/আইসিটি ল্যাব/মাল্টিমিডিয়া ক্লাসরুম ইত্যাদির রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় ব্যর্থ হলে “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের/ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও স্থগিতকরণসহ প্রযোজনীয় আইনানানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News

প্রতিদিন ইসলাম অনলাইনের সর্বশেষ খবর পেতে
Google News ক্লিক করুন।

আরও খবর

Sponsered content