আইন আদালত

মালয়েশিয়ায় বাংলাদেশি অপহরণ

  প্রতিনিধি ১ আগস্ট ২০২৫ , ১:২২:৪১                        

ইসলাম ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের সেন্টুলে এক বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণের মামলায় ৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারের পর বুধবার আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠান।

আরো পড়ুন:

কুয়ালালামপুরে বাংলাদেশি আটক

দেশটির হারিয়ান মেট্রোর প্রতিবেদনে বলা হয়, ২৬ জুন রাতে সেন্টুলের একটি মসজিদের সামনে থেকে ওই বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত সাতজনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক হলেন- সোহেল রানা ও শাহজাহান।

শিক্ষার খবর সহ সকল প্রকার খবর সবার আগে জানতে
আমাদের পেইজে ফলো দিয়ে সাথেই থাকুন সারাক্ষণ

বাকি পাঁচজন মিয়ানমারের নাগরিক। তারা হলেন- আব্দুল মাজিদ আব্দুল মালিক, সোফোরুদ্দিন ফজুল করিম, মোখতার হুসেন জাহের হুসেন, মোহাম্মদ ইসমাইল আজিতা রহমান ও মোহাম্মদ আরাফাত হুসেন জামাল মোস্তফা।

বুধবার (৩০ জুলাই) এই সাত আসামিকে কুয়ালালামপুর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণের অভিযোগ আনা হয়েছে।

ম্যাজিস্ট্রেট নূর এলিনা হানিম আব্দুল হালিমের সামনে অভিযোগপত্র পড়ে শোনানো হয়। মামলাটি হাইকোর্টের এখতিয়ারভুক্ত হওয়ায় কোনো স্বীকারোক্তি রেকর্ড করা হয়নি।

উপসহকারী কৌঁসুলি ইমান নুরহিদেয়া ইজানি জানান, অপরাধ জামিন অযোগ্য হওয়ায় তাদের কোনো জামিনের প্রস্তাব দেওয়া হয়নি। পরবর্তী শুনানির জন্য আদালত ২ অক্টোবর নির্ধারণ করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলে, তাদের প্রত্যেকের সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড এবং বেত্রাঘাতের শাস্তি হতে পারে।

Google News

প্রতিদিন ইসলাম অনলাইনের সর্বশেষ খবর পেতে
Google News ক্লিক করুন।

আরও খবর

Sponsered content