আইন আদালত

কুয়ালালামপুরে বাংলাদেশি আটক

  প্রতিনিধি ১ আগস্ট ২০২৫ , ১:০৪:০৩                        

ইসলাম ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৭১ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ।

আরো পড়ুন:

‘জয় বাংলা’ স্লোগান বাংলাদেশের, ভারতে চলবে না: শুভেন্দু অধিকারী

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ জুলাই) জালান মসজিদ ইন্ডিয়ার আশপাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শিক্ষার খবর সহ সকল প্রকার খবর সবার আগে জানতে
আমাদের পেইজে ফলো দিয়ে সাথেই থাকুন সারাক্ষণ

দেশটির সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা থেকে শুরু হওয়া এক ঘণ্টাব্যাপী অভিযানে মোট ৭৫৮ জন বিদেশির কাগজপত্র তল্লাশি করা হয়। এর মধ্যে বিভিন্ন অভিবাসন অপরাধে আটক করা হয় মোট ১৭১ জনকে। আটকদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি।

ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বসরি ওথমানের মতে, পরিদর্শনের সময় অনেক বিদেশি ছিলেন যারা আক্রমণাত্মক আচরণ করেছিলেন এবং কর্মকর্তাদের তাদের দায়িত্ব পালন থেকে বিরত রাখার চেষ্টা করেছিলেন। অভিযানের সময় তারা গ্রাহকের ছদ্মবেশে এবং প্রাঙ্গণের পেছন দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। বৃষ্টির মধ্যে অভিযান চালানো সত্ত্বেও অভিবাসন দল আইন লঙ্ঘনকারীদের আটক করতে করতে সক্ষম হয়েছে।

আটকদের বেশিরভাগই ভারতীয় এবং বাংলাদেশি নাগরিক এবং বাকিরা ইন্দোনেশিয়ার নাগরিক।

অভিযানের সময় শনাক্ত করা অপরাধের মধ্যে রয়েছে বৈধ ভ্রমণ নথি না থাকা, অতিরিক্ত সময় ধরে থাকা এবং কাজের পাশ না থাকা।

পরিচালক বলেন, আটকদের পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সেলাঙ্গরের মিলেনিয়াম বেরানং অস্থায়ী ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।

পরিচালক বলেন, অবৈধ অভিবাসীদের চলমান পুলাং রহমাহ মাইগ্রান (পিআরএম) প্রোগ্রামে স্বেচ্ছায় তাদের নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, জেআইএম বিদেশিদের জন্য একটি পিআরএম প্রোগ্রাম পরিচালনা করছে। যাদের বৈধ পাশ নেই তারা এ সুযোগ কাজে লাগিয়ে মালয়েশিয়া ত্যাগ করতে পারবেন।

Google News

প্রতিদিন ইসলাম অনলাইনের সর্বশেষ খবর পেতে
Google News ক্লিক করুন।

আরও খবর

Sponsered content