ইসলাম

সরকারি স্কুলে ফিডিং, মাদরাসায় নয়: শিক্ষাক্ষেত্রে বৈষম্যের অভিযোগ

  প্রতিনিধি ৪ আগস্ট ২০২৫ , ১১:১৫:০৫                        

বিশেষ প্রতিনিধি ঢাকা: সরকার দেশের ১৫০ উপজেলার ১৯ হাজার ৪১৯টি প্রাথমিক বিদ্যালয়ে নতুনভাবে স্কুল ফিডিং প্রোগ্রাম চালু করলেও মাদরাসা শিক্ষার্থীরা এই সুবিধা থেকে বঞ্চিত—যা শিক্ষাক্ষেত্রে ‘দৈত্য নীতি’ বলেও অনেকে আখ্যায়িত করছেন।

আরো পড়ুন:

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিশাল সুখবর দিলেনঃ শিক্ষা উপদেষ্টা

সরকারি ঘোষণায় বলা হয়েছে, দারিদ্র্যপ্রবণ এলাকায় শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণ ও উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে সপ্তাহে পাঁচ দিন বিস্কুট, দুধ, ডিম, মৌসুমি ফলসহ বিভিন্ন পুষ্টিকর খাবার সরবরাহ করা হবে।

শিক্ষার খবর সহ সকল প্রকার খবর সবার আগে জানতে
আমাদের পেইজে ফলো দিয়ে সাথেই থাকুন সারাক্ষণ

এই উদ্যোগে অন্তর্ভুক্ত রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিছু নির্বাচিত এনজিও-চালিত স্কুল। তবে তালিকায় নেই কওমি মাদরাসা কিংবা অধিকাংশ ইবতেদায়ী মাদরাসা।

বঞ্চনার শিকার লাখো মাদরাসা শিক্ষার্থী

এতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক, শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ইতোমধ্যেই শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন হয়েছে। তারা প্রশ্ন তুলেছেন—একই এলাকায় অবস্থিত মাদরাসার শিক্ষার্থীরা কেন এই রাষ্ট্রীয় সুযোগ থেকে বাদ পড়বেন?

শিক্ষাবিদরা বলছেন, এটি একটি স্পষ্ট বৈষম্য। অনেক কওমি ও ইবতেদায়ী মাদরাসায় গরিব ও দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা পড়ে, যাদের অনেকেই এতিম। অথচ তারা কোনো ধরনের পুষ্টিকর খাবারের সহায়তা পাচ্ছেন না।

নীতিগত অসংগতি?

সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে, কওমি মাদরাসাগুলো অনেকাংশে নিবন্ধিত নয়, ফলে মান নিয়ন্ত্রণ বা তথ্য যাচাই করা কঠিন। আবার জাতীয় ‘School Meal Policy 2019’-এর আওতায় কেবল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিছু ইবতেদায়ী মাদরাসা অন্তর্ভুক্ত হয়েছে। ফলে কওমি মাদরাসা এর বাইরে থেকে গেছে।

কিন্তু বিশ্লেষকরা বলছেন, সরকারের উচিত ছিল অন্তত দরিদ্র ও পুষ্টিহীন শিক্ষার্থীদের তালিকা করে কওমি ও অন্যান্য বেসরকারি মাদরাসাগুলোতেও এই সুবিধা পৌঁছে দেওয়া।

আন্তর্জাতিক নজির ও আগের বাস্তবতা

উল্লেখ্য, ২০০১ সালে ডব্লিউএফপি’র সহায়তায় স্কুল ফিডিং প্রোগ্রাম চালু হয়েছিল। তখন অনেক এলাকায় মাদরাসাগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে বর্তমানে শুধুমাত্র সরকারি স্কুলগুলোতেই প্রকল্প সীমাবদ্ধ থাকায় বিস্তর বৈষম্য তৈরি হয়েছে।

বিশ্বব্যাংক, ডব্লিউএফপি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের স্কুল ফিডিং কর্মসূচির প্রশংসা করলেও এর আওতা সীমিত থাকায় তারা উদ্বেগও জানিয়েছে।

🔎 তথ্যসূত্র:

Dhaka Tribune:

TBS News:

Education Commission Report:

WFP Brief:

Google News

প্রতিদিন ইসলাম অনলাইনের সর্বশেষ খবর পেতে
Google News ক্লিক করুন।

আরও খবর

Sponsered content