জাতীয়

৩২ হাজার শিক্ষকদের সুসংবাদ দিলেন উপদেষ্টা

  প্রতিনিধি ৫ আগস্ট ২০২৫ , ৮:৫১:১৮                        

ইসলাম ডেস্কঃ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, একটি মামলার কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার

আরো পড়ুন:

৫ আগস্ট শুধু বিশেষ দিবস নয় জাতির পুনর্জন্মের দিন: প্রধান উপদেষ্টা

সহকারী শিক্ষকের পদোন্নতি দেওয়া সম্ভব হচ্ছে না। মামলা সংক্রান্ত বিষয়টি সমাধান হওয়ার পরপরই সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হবে।

শিক্ষার খবর সহ সকল প্রকার খবর সবার আগে জানতে
আমাদের পেইজে ফলো দিয়ে সাথেই থাকুন সারাক্ষণ

সোমবার রংপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জেলার অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনেক গরীব ঘরের ছেলেমেয়েরা লেখাপড়া করে।

তারা নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাদের অভিভাবকরা শিশুদের সঠিকভাবে খেয়াল রাখেন না। এজন্য তাদের বৃত্তি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। কিন্ডারগার্টেনে নিজস্ব বৃত্তি চালু রয়েছে। ক্লাস টু থেকে ফাইভ পর্যন্ত সেখানে বৃত্তি পরীক্ষা হয়।

কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া আমাদের উদ্দেশ্য না, আমরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন করতে চাই। দেশের সংবিধান আছে, সরকার প্রত্যেক নাগরিকের জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করবে।

যদি কারো মনে হয়, সে সরকারি বৃত্তি পরীক্ষায় অংশ নেবে, তাহলে আমাদের স্কুল সবার জন্য উন্মুক্ত আছে। তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হোক, আমরা সব শিক্ষার্তীর দায়িত্ব নেব।

জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, স্থানীয় সরকার পরিচালক আবু জাফর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নুর মো. শামসুজ্জামান, পরিচালক মোহাম্মদ কামরুল হাসানসহ অন্যরা।

আরও খবর

Sponsered content