প্রতিনিধি ৬ আগস্ট ২০২৫ , ৩:১০:৫১
প্রবাস ডেস্ক: মালয়েশিয়ায় চলছে অবৈধ অভিবাসনবিরোধী অভিযান। চলমান অভিযানে ৩১ জুলাই পর্যন্ত ৮,১৯০টি অভিযানে মোট ৩১,২৮৭ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। এ সংখ্যায় কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি।
আরো পড়ুন:
মালয়েশিয়ায় বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক
এছাড়া অবৈধ অভিবাসীদের নিয়োগ বা সুরক্ষা দেওয়ায় ১,২২৫ জন নিয়োগকর্তাকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।
প্রবাস (Expatriates)
ইমিগ্রেশন বিভাগের মতে, এ পরিসংখ্যানের ভিত্তিতে, গড়ে প্রতিদিন ৩৯টি অভিযান পরিচালনা করে ১৪৮ জন অবৈধ অভিবাসী এবং ছয়জন নিয়োগকর্তাকে গ্রেফতার করা হয়। যেখানে এক সপ্তাহে ২৬৪টি অভিযান পরিচালনা করে ১,০০৯ জন অভিবাসীকে গ্রেফতার করে এবং ৪০ জন নিয়োগকর্তাকে গ্রেফতার করে।
এছাড়া এক মাসে ১,১৭০টি অভিযান চালানো হয়েছে। যার মধ্যে ৪,৪৭০ জন অবৈধ অভিবাসী এবং ১৭৫ জন নিয়োগকর্তাকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) দেশটির হারিয়ান মেট্রোর এক প্রতিবেদনে জানিয়েছে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে লড়াই করতে এবং জনগণের মঙ্গল রক্ষা করতে সারা দেশে ধারাবাহিকভাবে প্রয়োগমূলক অভিযান জোরদার করবে।
এটি কেবল একটি পরিসংখ্যান নয়। এটি মাদানী কাঠামোর অধীনে বর্ণিত জবাবদিহিতা, পেশাদারিত্ব এবং জাতীয় নিরাপত্তার মূল্যবোধগুলিকে সমুন্নত রাখার ক্ষেত্রে ইমিগ্রেশনের দৃঢ়তা এবং প্রতিশ্রুতিকেও প্রতিফলিত করে।
ইমিগ্রেশন জনগণ এবং দেশের স্বার্থে সততার ভিত্তিতে প্রয়োগমূলক কার্যক্রম জোরদার এবং পরিষেবা সংস্কার ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।