প্রতিনিধি ৭ আগস্ট ২০২৫ , ১১:১০:০১
ইসলাম ডেস্ক: ৫৩ বছরের বঞ্চনা, নিপীড়ন ও গোলামী থেকে মুক্তির লক্ষ্যে জাতীয়করণের দাবিতে শিক্ষকদের এক বিশাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ আগস্ট বুধবার সকাল ১০টা, জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে “শিক্ষক সমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রা”।
আরো পড়ুন:
প্রতিষ্ঠান প্রধানদের জন্য জরুরি নির্দেশ
এই কর্মসূচিকে সফল করতে ইতোমধ্যে দেশজুড়ে শিক্ষক সমাজে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
এই ঐতিহাসিক কর্মসূচির প্রতি একনিষ্ঠ সমর্থন ও একাত্মতা প্রকাশ করেছেন প্রবাসে অবস্থানরত শিক্ষক নেতা জনাব নজরুল ইসলাম রনি, সভাপতি – বাংলাদেশ শিক্ষক সমিতি (বাসিস) এবং মুখপাত্র – এমপিওভুক্ত শিক্ষক প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজো ফোরাম।
তিনি এক বিবৃতিতে ঢাকাবাসী সকল শিক্ষককে উক্ত কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন:
“জাতীয়করণ আদায়ের এই আন্দোলন শুধু একটি দাবির জন্য নয়, এটি ৫৩ বছরের বঞ্চিত শিক্ষক সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লড়াই।”
এছাড়াও বাসিস-এর যুগ্মসচিব জনাব নজরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক এম এ সাইদ (তন্ময়) এর যৌথ পরিচালনায় সমগ্র কর্মসূচিকে সফল করার জন্য সারাদেশে শিক্ষক সমাজকে বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
এই কর্মসূচির মূল নেতৃত্বে থাকবেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি স্যার, যিনি শিক্ষক সমাজের জাতীয়করণ আন্দোলনে একজন সুপরিচিত নেতৃত্ব।
—
📢 আহ্বান:
👉 চলো চলো ঢাকা চলো!
👉 জাতীয়করণ আদায় করো!!
👉 ঐক্যবদ্ধ শিক্ষক সমাজই পারে এই দাবি বাস্তবায়ন করতে!!