• জাতীয়

    বেসরকারি শিক্ষকদের জন্য আসছে সর্বজনীন বদলি

      প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৫ , ২:৪৫:৩৭                        

    ইসলাম ডেস্ক: এমপিওভুক্ত শিক্ষকদের সর্বজনীন বদলি নিয়ে কথা বলেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার।

    আরো পড়ুন:

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ নাকচঃ শিক্ষা উপদেষ্টা

    বুধবার (১৩ আগস্ট) বিকেলে শিক্ষা উপদেষ্টা সঙ্গে বৈঠকে এ তথ্য বলেন তিনি। পরে শিক্ষকদের প্রতিনিধিদল এক ব্রিফিংয়ে এ তথ্য জানায়।

    ব্রিফিংয়ে বলা হয়, শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন- ইতোমধ্যে সর্বজনীন বদলির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি কমিটি গঠিত হয়েছে। এ ছাড়াও শিক্ষকদের বাড়িভাড়া ও অন্যান্য দাবির বিষয়ে সরকার বিবেচনা করবে।



    বৈঠকে সরকার বাড়ি ভাড়া ১ হাজার টাকা বাড়াতে চেয়েছে, কিন্তু শিক্ষকরা বলেছেন ২০ শতাংশ হলেও বাড়াতে হবে বলে দাবি তোলেন। শিক্ষকরা বলেন, শতাংশ হারে বাড়াতে হবে। এ ব্যাপারে দু-একদিনের মধ্যে শিক্ষকদেরকে মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠাতে বলা হয়েছে।পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় সেগুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা হবে।

    Google News

    প্রতিদিন ইসলাম অনলাইনের খবর পেতে
    Google News ক্লিক করুন।

    আরও খবর

    Sponsered content