জাতীয়

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট জানালেন এনটিআরসিএ’র চেয়ারম্যান

  প্রতিনিধি ১৪ আগস্ট ২০২৫ , ৬:৩৩:৪৫                        

ইসলাম ডেস্ক: ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে টেলিটকের কার্যক্রম এখনো শেষ হয়নি। চলতি সপ্তাহে সুপারিশের ফলাফল প্রকাশের কথা থাকলেও সেটি সম্ভব হবে না।

আরো পড়ুন:

অশান্ত শিক্ষা প্রশাসনে, প্রকাশ্যে পাঁচ গ্রুপ!

বুধবার সন্ধ্যায় এসব কথা বলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আমিনুল ইসলাম।

এনটিআরসিএ চেয়ারম্যান আরও বলেন, ‘অনেক প্রার্থী সুপারিশের অপেক্ষায় রয়েছেন। তাদের অপেক্ষা খুব শিগগিরিই শেষ হওয়ার বিষয়ে আমরা আশাবাদী। টেলিটককে দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে। আশা করছি আগামী সপ্তাহে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ করতে পারব।

গত ১৬ জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এ গণবিজ্ঞপ্তিতে আবেদনগ্রহণ শুরু হয় গত ২২ জুন। যা চলে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা ছিল ১৩ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এনটিআরসিএ সূত্রে জানা গেছে, এ গণবিজ্ঞপ্তিতে ৫৭ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন।



অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মোট এক লাখ ৮২২টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে—স্কুল ও কলেজে রয়েছে ৪৬ হাজার ২১১টি, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার ১১০টি পদ ফাঁকা। সে হিসেবে প্রায় অর্ধেকের মতো পদ ফাঁকাই থেকে যাবে।

Google News

প্রতিদিন ইসলাম অনলাইনের খবর পেতে
Google News ক্লিক করুন।

আরও খবর

Sponsered content