জাতীয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন উদ্যোগ নিলেন অধিদপ্তর

  প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৫ , ১:১১:৪৬                        

ইসলাম ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭,৭০৯ জন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ডিসেম্বরের মধ্যে ১৫,৩২৭টি সহকারী শিক্ষক পদের নিয়োগ প্রক্রিয়া শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরো পড়ুন:

প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা দিলেন সরকার

দ্রুত সময়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে ২,৩৮২টি প্রধান শিক্ষক পদেও সরাসরি নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০১৯’ সংশোধনের খসড়া পিএসসিতে পাঠানো হলে ইতোমধ্যেই সুপারিশ পাওয়া গেছে। বর্তমানে খসড়াটি লেজিসলেটিভ বিভাগে ভেটিংয়ের জন্য রয়েছে।

দেশে বর্তমানে ১০,১৬১টি সহকারী শিক্ষক পদের শূন্যতা রয়েছে। এছাড়া সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে ৫,১৬৬টি পদ খালি আছে। প্রধান শিক্ষকের পদেও সংকট রয়েছে; বর্তমানে ৩৪,১০৬টি পদ শূন্য। বিদ্যমান নীতিমালা অনুযায়ী প্রধান শিক্ষকের পদে ৬৫% পদোন্নতি ও ৩৫% সরাসরি নিয়োগের বিধান থাকলেও প্রস্তাবিত সংশোধনীতে অনুপাত পরিবর্তন করে ৮০:২০ করার প্রস্তাব দেওয়া হয়েছে।


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সহকারী শিক্ষক নিয়োগের জন্য বিধিমালা সংশোধনের খসড়া লেজিসলেটিভ বিভাগের ভেটিং প্রক্রিয়ায় রয়েছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং সম্পন্ন হলে এক মাসের মধ্যেই নিয়োগ কার্যক্রম শুরু হওয়ার আশা করা হচ্ছে। প্রধান শিক্ষক নিয়োগের বিষয়টি পিএসসির মাধ্যমে দ্রুত সমাধান করা হবে।

Google News

প্রতিদিন ইসলাম অনলাইনের খবর পেতে
Google News ক্লিক করুন।

আরও খবর

Sponsered content