অপরাধ

৪০ জনের বেশি নিখোঁজ, নাইজেরিয়ায় নৌকাডুবি

  প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৫ , ২:৫৮:৪৭                        

প্রবাস ডেস্ক: নাইজেরিয়ার সোকোটো প্রদেশে একটি নৌকা ডুবে ৪০ জনের বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। দেশটির জরুরি ব্যবস্থাপনা সংস্থা রোববার এ তথ্য নিশ্চিত করেছে।

আরো পড়ুন:

প্রধান উপদেষ্টার হাতে বিদেশে পাচার হওয়া ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির ‘তথ্য’!

বলা হয়, নৌকাটিতে মোট ৫০ জনেরও বেশি যাত্রী ছিল। এর মধ্যে প্রায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে, বাকিদের খোঁজে উদ্ধার তৎপরতা চলছে।

নাইজেরিয়ায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। বিশেষ করে বর্ষাকালে নদী-হ্রদের পানি ফুলে ওঠে এবং অতিরিক্ত যাত্রীবোঝাই ও রক্ষণাবেক্ষণের অভাবে নৌকাডুবির ঘটনা বাড়ে।

শুধু গত সপ্তাহেই মধ্য নাইজার প্রদেশে নৌকাডুবিতে ১৩ জন মারা যান। গত মাসে জিগাওয়া প্রদেশে ৬ মেয়ে কৃষিকাজ শেষে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে প্রাণ হারায়।



এর আগে ২০২৪ সালের আগস্টে সোকোটোতেই ধানক্ষেতে যাচ্ছিলেন কৃষকরা—সেই কাঠের নৌকা ডুবে কমপক্ষে ১৬ জন নিহত হন।

Google News

প্রতিদিন ইসলাম অনলাইনের খবর পেতে
Google News ক্লিক করুন।

সূত্র : শাফাক নিউজ

আরও খবর

Sponsered content