• জাতীয়

    দুঃ সংবাদ! এনটিআরসিএর আবেদন এখনো অনুমোদন করেননি শিক্ষা উপদেষ্টা

      প্রতিনিধি ২১ আগস্ট ২০২৫ , ১১:১২:৫২                        

    ইসলাম ডেস্কঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে ৪১ হাজারের বেশি শিক্ষককে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে নিয়োগ সুপারিশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ জন্য মন্ত্রণালয়ে আবেদন করেছে সংস্থাটি। তবে এখনো তাতে অনুমোদন দেননি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।

    আরো পড়ুনঃ

    “মাউশির আঞ্চলিক কার্যালয়ে ডিডিও ক্ষমতা হস্তান্তর: মাধ্যমিকের ডিডিদের ক্ষোভ”

    সোমবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষক নিয়োগের ফাইলে সাক্ষর করেননি শিক্ষা উপদেষ্টা।

    নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, উপদেষ্টা আজ সারাদিন এনসিটিবিসহ বেশ কয়েকটি প্রোগ্রামে সচিবালয়ের বাইরে ছিলেন। তিনি সাড়ে তিনটার দিকে দপ্তরে এসেছেন। আশা করছি আজই শিক্ষক ফাইল অনুমোদন করবেন তিনি।

    সাংবাদিক নিয়োগ

    বিশ্বব্যাপী শর্তসাপেক্ষে সাংবাদিক নিয়োগ

    দেশের সকল জেলা–উপজেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ স্থানে
    শর্তসাপেক্ষে সাংবাদিক নিয়োগ দেওয়া হবে।

    • 📌 বিঃদঃ এমপিওভুক্ত শিক্ষকদের অগ্রাধিকার
    • 🌍 দেশের ভেতরে–বাইরে উভয় স্থানেই আবেদন করা যাবে
    • 📝 নীতিমালা মেনে যাচাই–বাছাই সাপেক্ষে চূড়ান্ত নিয়োগ

    এর আগে গতকাল রবিবার পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে ৪১ হাজারের অধিক শিক্ষককে নিয়োগ সুপারিশ করতে অনুমতি চায় এনটিআরসিএ। সংস্থাটির চেয়ারম্যান আমিনুল ইসলাম নিজেই আবেদন নিয়ে সচিবালয়ে আসেন।

    একই দিন শিক্ষা সচিব (রুটিন দায়িত্ব) আবেদনে অনুমোদন দিয়ে ফাইল উপদেষ্টার দপ্তরে পাঠান। এখন উপদেষ্টার অনুমোদন মিললেই নিয়োগের সুপারিশ করবে এনটিআরসিএ। খবর টিডিসি

    Google News

    প্রতিদিন ইসলাম অনলাইনের খবর পেতে
    Google News ক্লিক করুন।

    আরও খবর

    Sponsered content