প্রতিনিধি ২২ আগস্ট ২০২৫ , ৭:৫৯:১৪
স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের জন্য লিটন দাসকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (২২ আগস্ট) এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৬ সদস্যের দলে ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান, সাইফ হাসান ও নাসুম আহমেদ। আর স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। তবে দলে নেই নাইম শেখ।
বিশ্বের সকল দেশ ও বাংলাদেশের সকল জেলা, উপজেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং দেশের গুরুত্বপূর্ণ স্থানে
শর্তসাপেক্ষে সাংবাদিক নিয়োগ দেওয়া হবে।
বিঃদঃ এমপিওভুক্ত শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহীগণ নিচের বাটনে ক্লিক করে আপনার সিভি পাঠান 👇
✉️ masayeedtonmoy@gmail.com | 📞 01717289550
বাংলাদেশের এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজের স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক) ,তানজিদ তামিম, ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, শরিফুল ইসলাম, সাইফ উদ্দিন। স্টান্ডবাই- সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহামুদ।
আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসবে এশিয়া কাপের এবারের আসর। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের এই লড়াই।’
তবে এশিয়া কাপের উদ্দেশ্যে উড়াল দেয়ার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিলেটে আগামী ৩০ আগস্ট সিরিজের প্রথম টি-২০ অনুষ্ঠিত হবে। এরপর ১ ও ৩ সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ডাচদের মুখোমুখি হবে টাইগাররা। এই সিরিজ শেষেই এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনে আমিরাতের বিমান ধরবে টাইগাররা।
সাবস্ক্রাইব না করলে নিউজ পড়তে পারবেন না 📢