জাতীয়

ব্যাপক উৎসবমুখর পরিবেশে নর্দান ইউনিভার্সিটিতে নবীন বরণ

  প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৫ , ৫:৪৪:১১                        

ইসলাম ডেস্ক: নর্দান ইউনিভার্সিটির সামার-২০২৫ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের ফ্রেশারস রিসেপশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন:

প্রাথমিক শিক্ষকদের জন্য বিশাল সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা

শনিবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চশিক্ষার শুরুতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পরিচিতি এই অনুষ্ঠানে অংশ নেন নবীন শিক্ষার্থীরা।

নর্দান ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুয়েটের সাবেক অধ্যাপক, কম্পিউটার বিজ্ঞানী, শিক্ষক, কলামিস্ট এবং লেখক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।

মোহাম্মদ কায়কোবাদ বলেন, ‘বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে দামি জিনিস মস্তিষ্ক (ব্রেন)। ১৩০ বছর আগে আমাদের জগদীশ চন্দ্র বসু যে আবিষ্কার করেছিলেন, তা রেডিও আবিষ্কারের সমান। তার ধারাবাহিকতায় আমাদের মোবাইল আবিষ্কারের কথা ছিল। দুর্ভাগ্যজনক যে, আমরা এটা করতে পারিনি; কোরিয়ানরা করেছে। ১০ বছর আগের রিপোর্টে বলা হয়েছে, বিদেশিরা আমাদের দেশ থেকে ৩৫ হাজার কোটি টাকা নিয়ে যায়, এখন হয়তো এটা ১ লাখ কোটি টাকা হবে। দক্ষ জনশক্তি থাকলে এটা বন্ধ হতে পারত।’

তিনি বলেন, ‘আমাদের দেশের শিক্ষার্থীরা মেধাবী, কিন্তু শিক্ষা পদ্ধতিতে গণ্ডগোল আছে। রিপোর্টে বলা হচ্ছে, আমাদের কলেজের শিক্ষার্থীদের জ্ঞান সপ্তম শ্রেণি পর্যায়ের। আমরা শিক্ষার্থীদের যথাযথ পদ্ধতি দিতে পারিনি, এটা দুর্ভাগ্যজনক। তাদের যে অফুরন্ত প্রাণশক্তি আছে, সেটা কাজে লাগাতে হবে।’

শিক্ষার্থীদের নিজের ও দেশের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের প্রচুর জনশক্তি আছে। শিক্ষা ও দক্ষতা দিয়ে তাদের মানবসম্পদে পরিণত করতে হবে। তাহলে দেশ সমৃদ্ধ হবে। নর্দান ইউনিভার্সিটি নবীন শিক্ষার্থীদের যথাযথভাবে গড়ে উঠতে সহায়তা করবে।’

বুয়েটের সাবেক এই অধ্যাপক বলেন, ‘জ্ঞান অর্জনের সঙ্গে বিনয় খুব গুরুত্বপূর্ণ। যে গাছে ফল হয়, সে গাছ নুইয়ে পড়ে। তরুণ প্রজন্মের বিনয়ের অভাব। দুর্বিনীত হওয়া মানে তুমি কিছুই অর্জন করতে পারনি।’

নর্দান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় স্বাধীন জায়গা। এখানে চোখ-কান খোলা রাখতে হবে। আমাদের মূল উদ্দেশ্য পড়ালেখা, সেটা গুরুত্ব দিতে হবে।’

এ সময় শিক্ষার্থীদের তিনি বিনয়ী এবং মনোযোগ সহকারে পড়ালেখা করার আহ্বান জানান।

সাংবাদিক নিয়োগ

বিশ্বব্যাপী শর্তসাপেক্ষে সাংবাদিক নিয়োগ

দেশের সকল জেলা–উপজেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ স্থানে
শর্তসাপেক্ষে সাংবাদিক নিয়োগ দেওয়া হবে।

  • 📌 বিঃদঃ এমপিওভুক্ত শিক্ষকদের অগ্রাধিকার
  • 🌍 দেশের ভেতরে–বাইরে উভয় স্থানেই আবেদন করা যাবে
  • 📝 নীতিমালা মেনে যাচাই–বাছাই সাপেক্ষে চূড়ান্ত নিয়োগ

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউনিভার্সিটির রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News

প্রতিদিন ইসলাম অনলাইনের খবর পেতে
Google News ক্লিক করুন।

আরও খবর

Sponsered content

🌟 Subscribe করুন 🌟

সাবস্ক্রাইব না করলে নিউজ পড়তে পারবেন না 📢