জাতীয়

ভোরে দিনাজপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা,গণপরিষদের ফারুক হাসান ছিলেন যাত্রীদের সাথে

  প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৫ , ২:১৯:১১                        

ইসলাম ডেস্ক: দিনাজপুরে একটি যাত্রীবাহী বাস সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে বাসে থাকা গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

আরো পড়ুন:

আওয়ামী নষ্ট প্রশাসন বহাল

রোববার (২৪ আগস্ট) ভোরে জেলার আমবাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনার পরপরই ফেসবুক লাইভে গিয়ে বিষয়টি জানান গণঅধিকার পরিষদের এই মুখপাত্র।

লাইভে তিনি বলেন, দিনাজপুরের আমবাড়ি এলাকায় আমাদের গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি জলাশয়ে পড়ে গেছে। গাড়ির প্রায় সব যাত্রী কম-বেশি আহত হয়েছেন। আমি নিজেও আহত।

তিনি আরও বলেন, গাড়িচালক হয়তো ঘুমিয়ে পড়ছিলেন বিধায় এমন দুর্ঘটনা হয়েছে। আহত সবাইকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

Google News

প্রতিদিন ইসলাম অনলাইনের খবর পেতে
Google News ক্লিক করুন।

আরও খবর

Sponsered content

🌟 Subscribe করুন 🌟

সাবস্ক্রাইব না করলে নিউজ পড়তে পারবেন না 📢