জাতীয়

যে সফটওয়্যার এর মাধ্যমেই হবে শিক্ষক বদলি

  প্রতিনিধি ২৫ আগস্ট ২০২৫ , ১২:২৬:৫৫                        

ইসলাম ডেস্ক: স্কুল-কলেজে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির জন্য তৈরিকৃত সফটওয়্যারে কোনো ত্রুটি পাওয়া যায়নি। ফলে এ সফটওয়্যারের মাধ্যমেই বদলি কার্যক্রম শুরু করতে চায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে সর্বজনীন বদলি নিয়ে আদালত রুল জারি করায় নির্ধারিত সময়ে এ কার্যক্রম শুরু হওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন মাউশি কর্মকর্তারা।

আরো পড়ুন:

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের জাতীয়করণ ‘নতুন বছরে’

মাউশির একটি সূত্র জানিয়েছে, এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি কার্যক্রম শুরুর জন্য তৈরিকৃত সফটওয়্যারের ট্রায়াল সম্প্রতি সম্পন্ন হয়েছে। এ ট্রায়ালে ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য নেওয়া হয়েছে। তথ্য ইনপুট দিতে কোনো সমস্যা হয়নি। এছাড়া অন্য কোনো কারিগরি ত্রুটিও পাওয়া যায়নি। ফলে এ সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম শুরু করতে পুরোপুরি প্রস্তুত মাউশি।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বদলির সফটওয়্যারে কোনো ধরনের ত্রুটি নেই। এমপিও নীতিমালা অনুযায়ী সেপ্টেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশ করে নভেম্বর থেকে বদলি চালুর জন্য পুরোপুরি প্রস্তুত মাউশি। আমরা এখন শিক্ষা মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে আছি। মন্ত্রণালয়ের নির্দেশনার বদলি কবে থেকে শুরু করা যাবে সেটি বলা সম্ভব হবে।’

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা কেন প্রয়োজন এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষকদের সর্বজনীন বদলি নিয়ে আদালতে রিট হয়েছে। রিটের প্রেক্ষিতে একটি রুল জারি করা হয়েছে। এ রুলের জবাব শিক্ষা মন্ত্রণালয় দেবে। রুলের জবাব দেওয়ার পর বদলি শুরু হবে কি না সে বিষয়ে মন্ত্রণালয়ের একটি নির্দেশনা প্রয়োজন। মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।’

প্রসঙ্গত, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে। শিক্ষকরা আগে গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। তবে আমলাদের বিরোধীতার কারণে সম্প্রতি সেই সুযোগ বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে শিক্ষকদের দীর্ঘদিনের আন্দোলনের কারণে বদলি চালুর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার।

📢 সাংবাদিক নিয়োগ

দেশের সকল জেলা–উপজেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ স্থানে শর্তসাপেক্ষে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে।

ইমেইল ঠিকানা:

>

ইতোমধ্যে এ সংক্রান্ত নীতিমালা জারি করা হয়েছে। চলতি বছর থেকে এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকরা বদলি চালুর কথা রয়েছে। তবে সর্বজনীন বদলি নিয়ে আদালতে রিট করায় নির্ধারিত সময়ে বদলি চালু হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

Google News

প্রতিদিন ইসলাম অনলাইনের খবর পেতে
Google News ক্লিক করুন।

আরও খবর

Sponsered content

🌟 Subscribe করুন 🌟

সাবস্ক্রাইব না করলে নিউজ পড়তে পারবেন না 📢