জাতীয়

জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের তথ্য চেয়ে ‘জরুরি’ নির্দেশ

  প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৫ , ১২:২৭:৩৭                        

ইসলাম ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের তথ্য চেয়ে ‘জরুরি’ নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

আরো পড়ুন:
যে কারণে বুয়েট শিক্ষার্থীরা লংমার্চ টু ঢাকা পালন করছে আজ

মঙ্গলবার (২৬ আগস্ট) কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

📢 সাংবাদিক নিয়োগ

দেশের সকল জেলা–উপজেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ স্থানে শর্তসাপেক্ষে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে।

ইমেইল ঠিকানা:

এতে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চাহিদার আলোকে অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক (পাস), স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ও পেশাগত কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে যারা জুলাই গণঅভ্যুত্থানের সময় আহত হয়েছিলেন, তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিটি কলেজকে সংযুক্ত নির্ধারিত ছকের মাধ্যমে শিক্ষার্থীদের পরিচয়, ভর্তিসংক্রান্ত তথ্য, রেজিস্ট্রেশন নম্বর, অভিভাবকের নাম, আহত হওয়ার স্থান ও তারিখ, স্বাস্থ্য অধিদপ্তরের কেস আইডি নম্বর এবং ঘটনার সংক্ষিপ্ত বিবরণ সংগ্রহ করতে বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, কলেজ কর্তৃপক্ষকে http://collegeportal.nu.ac.bd-এ লগইন করে ‘জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীর তালিকা’ শিরোনামের লিংকে প্রবেশ করে আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে তথ্য পাঠাতে হবে। এ ছক পূরণের সময় শিক্ষার্থীর ছবি সংযুক্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তথ্য যাচাই-বাছাই করে সঠিকভাবে পাঠানোর জন্য কলেজ অধ্যক্ষদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বিষয়টি ‘অতীব জরুরি’ উল্লেখ করে চিঠির অনুলিপি আকারে বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি দপ্তর, ভাইস চ্যান্সেলরের দপ্তর, ট্রেজারার দপ্তর, প্রো-ভাইস-চ্যান্সেলর দপ্তর ও রেজিস্ট্রার দপ্তরে পাঠানো হয়েছে

Google News

প্রতিদিন ইসলাম অনলাইনের খবর পেতে
Google News ক্লিক করুন।

আরও খবর

Sponsered content

🌟 Subscribe করুন 🌟

সাবস্ক্রাইব না করলে নিউজ পড়তে পারবেন না 📢