জাতীয়

‘জটিলতা’ কেটেছে প্রাথমিক শিক্ষকদের, মহাসমাবেশের উদ্দেশ্যে জড়ো হচ্ছেন শহীদ মিনারে

  প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৫ , ৩:৫৭:৩৩                        

ইসলাম ডেস্ক: ১১তম গ্রেডে বেতনসহ তিন দফা আদায়ে মহাসমাবেশে অংশ নিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আসছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

আরো পড়ুন:

প্রাথমিকে শিক্ষক নিয়োগে দু:সংবাদ, আসছে নতুন বিধিমালা

আজ শুক্রবার (২৯ আগস্ট) ভোর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন তারা। এ কর্মসূচি ঘিরে কিছু সমস্যা তৈরি হলেও তা সমাধান হয়েছে বলে জানিয়েছেন ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’র অন্যতম নেতা ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন।

📢 সাংবাদিক নিয়োগ

দেশের সকল জেলা–উপজেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ স্থানে শর্তসাপেক্ষে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে।

ইমেইল ঠিকানা:

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মোহাম্মদ শামছুদ্দীন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‌‘সমাবেশ যথাসময়েই হবে। কিছু সমস্যা ও জটিলতা তৈরি হয়েছিল, সেগুলোর সমাধান হয়েছে। অনেক স্থান থেকে শিক্ষকদের আসতে বাধা দেওয়া হয়েছে। আমরা প্রশাসনকে জানিয়েছি, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করব। যারা শহীদ মিনারে আসতে পারবেন, তাদের নিয়েই সমাবেশ হবে।’

আজ শনিবার সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের এ মহাসমাবেশ শুরু হবে। প্রাথমিক শিক্ষকদের ছয়টি পৃথক সংগঠনের মোর্চা ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এ কর্মসূচির ডাক দিয়েছে। এতে দেশের ৬৪ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেবেন।

শিক্ষকদের দাবিগুলো হলো—প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে এন্ট্রি পদে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতা দেওয়া, শতভাগ শিক্ষককে পদোন্নতি এবং ১০ ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।

Google News

প্রতিদিন ইসলাম অনলাইনের খবর পেতে
Google News ক্লিক করুন।

আরও খবর

Sponsered content

🌟 Subscribe করুন 🌟

সাবস্ক্রাইব না করলে নিউজ পড়তে পারবেন না 📢