সারাদেশ

নির্বাচনের আগে নিশ্চিত করুন আম্পায়ার কোনো দলের পক্ষে না: হাসনাত আবদুল্লাহ

  প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৫ , ৪:৫৫:৩১                        

ইসলাম ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচনের আগে বর্তমান সরকারকে আমাদের নিশ্চিত করতে হবে, আম্পায়ার কোনো নির্দিষ্ট দলের পক্ষ হয়ে খেলবে না। আর এটা লিখিত হতে হবে। এখানে কারও মুখের কথা আমরা বিশ্বাস করি না।

আরো পড়ুন:

মজার খবর থাকে হাজতে বেতন-ভাতাও পান নিয়মিত, ঢাবি শিক্ষকরা

শুক্রবার রাতে কুমিল্লার দেবিদ্বারের মোহাম্মদপুর গ্রামে এনসিপির ‘উঠানে রাজনীতি’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

📢 সাংবাদিক নিয়োগ

দেশের সকল জেলা–উপজেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ স্থানে শর্তসাপেক্ষে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে।

ইমেইল ঠিকানা:

সুষ্ঠু নির্বাচনের জন্য নিজেদের কিছু শর্ত আছে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ১৬ বছর ধরে রাতে ভোট, দিনের ভোট, এমনকি কবর থেকেও ভোট দেওয়ার নজির দেখা গেছে। রেফারিরা পর্যন্ত আওয়ামী লীগের পক্ষে গোল দিয়েছে। তাই নির্বাচনের আগে নিয়ম পরিবর্তন অপরিহার্য। এজন্যই নির্বাচনের আগে আমাদের নিশ্চিত করতে হবে, আম্পায়ার কোনো নির্দিষ্ট দলের পক্ষ হয়ে খেলবে না।

হাসনাত আবদুল্লাহ বলেন, রাষ্ট্রের এত বড় একটি কাজ আমি লিখিত ছাড়া কীভাবে বিশ্বাস করি। এজন্য আলোচনা চলছে। এগুলো লিখিত নিয়মে লাগবে। নিয়মটা বিএনপি-জামায়াত এবং এনসিপির পক্ষে হওয়ার দরকার নেই। এটা বাংলাদেশের পক্ষে হোক। এই নতুন বাংলাদেশে নতুন প্রজন্মদের সঙ্গে যারা প্রতারণা করবে তারা টিকতে পারবে না। আমরা যদি প্রতারণা করি আমরাও টিকতে পারব না।

এনসিপি নেতা আরও বলেন, ভবিষ্যতে কোনো প্রার্থী যদি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেন, তাহলে বুঝতে হবে, তিনি দুর্নীতির টাকা খরচ করছেন। জনগণ যদি এক হাজার টাকা নেয়, এর বিনিময়ে কোটি টাকার উন্নয়নকাজ নষ্ট হয়। টাকার বিনিময়ে ভোট কিনে এমপি হয়ে সেই প্রার্থীরা পরে ঘুস, টেন্ডার ও চাঁদাবাজির মাধ্যমে বহুগুণ টাকা তুলে নেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, জনগণ সৎ হলে নেতাও সৎ হবে, জনগণ দুর্নীতিগ্রস্ত হলে নেতাও দুর্নীতিগ্রস্ত হবে। কারণ নেতা সব সময় জনগণের প্রতিফলন হয়। একজন সচেতন মানুষ পুরো সমাজকে পরিবর্তন করতে পারে। এই জেনারেশন দুর্নীতি করে না, ঘুস খায় না, অন্যায়কে অন্যায় বলে। ভবিষ্যতে তাই দুর্নীতি করে কেউ পার পাবে না।

উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী জামাল মোহাম্মদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব এসএম সাইফ মোস্তাফিজ, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু প্রমুখ।

Google News

প্রতিদিন ইসলাম অনলাইনের খবর পেতে
Google News ক্লিক করুন।

আরও খবর

Sponsered content

🌟 Subscribe করুন 🌟

সাবস্ক্রাইব না করলে নিউজ পড়তে পারবেন না 📢