• অপরাধ

    ফোনে খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নন নুর : মেডিকেল বোর্ড

      প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৫ , ১২:১৯:০৪                        

    ইসলাম ডেস্ক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরলেও তিনি এখনো শঙ্কামুক্ত নন বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। এদিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নুরের সঙ্গে ফোনে কথা বলে তার স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। প্রয়োজনে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়েও তিনি নির্দেশ দিয়েছেন।

    আরো পড়ুন:

    মজার খবর থাকে হাজতে বেতন-ভাতাও পান নিয়মিত, ঢাবি শিক্ষকরা

    শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, ‘জ্ঞান ফিরলেও এখনো নুর শঙ্কামুক্ত নন। তার মাথার ভেতরে পানি জমাট বেঁধেছে।

    📢 সাংবাদিক নিয়োগ

    দেশের সকল জেলা–উপজেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ স্থানে শর্তসাপেক্ষে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে।

    ইমেইল ঠিকানা:


    বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে।’

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘নুরুল হকের মাথায় আঘাত রয়েছে। তার নাকের হাড় ভেঙে গেছে। যে কারণে শুক্রবার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। আগেই রক্তক্ষরণ বন্ধ হয়েছে। জ্ঞান ফিরেছে। তবে ৪৮ ঘণ্টার আগে নুরুল হক আশঙ্কামুক্ত, সেটি বলা সম্ভব নয়।’ নুরুল হকের চিকিৎসায় শুক্রবার রাতেই সর্বোচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানান মো. আসাদুজ্জামান।

    এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরকে দেখতে যান। তার উন্নত চিকিৎসার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

    বিকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা নুরুল হক নুরের সঙ্গে ফোনে কথা বলে তার স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। প্রধান উপদেষ্টা নুরসহ আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন। প্রয়োজনে নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়েও তিনি নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

    শফিকুল আলম আরও বলেন, নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। সেখানে তার চিকিৎসা কার্যক্রম মনিটর করার জন্য বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাদের সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে অন্তর্র্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনে তাদের উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয় খরচে বিদেশে পাঠানো হবে।

    Google News

    প্রতিদিন ইসলাম অনলাইনের খবর পেতে
    Google News ক্লিক করুন।

    আরও খবর

    Sponsered content