জাতীয়

শিক্ষা অর্জনই যথেষ্ট নয়, দায়িত্ব পালন জরুরি: ইউজিসি চেয়ারম্যান

  প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২৫ , ৪:৩০:১১                        

ইসলাম ডেস্ক: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ বলেছেন, বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের জায়গা নয়; জ্ঞান বিতরণের জায়গাও। সেই জ্ঞান সৃষ্টি করতে হবে শিক্ষক ও শিক্ষার্থীদের মিলে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে শুধু নিজে শিক্ষিত হয়েছি বললেই দায়িত্ব শেষ হয়ে যায় না। আমার দ্বারা সমাজ কী পেল, দেশ কী পেল- তা নিয়েও ভাবতে হবে।

আরো পড়ুন:

যে সকল ব্যক্তি এমপি প্রার্থী হতে পারবেনা

বুধবার দুপুরে টাঙ্গাইলের ‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

📢 সাংবাদিক নিয়োগ

দেশের সকল জেলা–উপজেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ স্থানে শর্তসাপেক্ষে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে।

ইমেইল ঠিকানা:


বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

ইউজিসির সদস্য তানজীমউদ্দিন নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, যার নামে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত সেই মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ বুকে ধারণ করতে হবে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের। ১ম বর্ষ থেকেই আজেবাজে কাজে সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগ দিতে হবে। আগে নিজের পায়ের নিচের মাটি শক্ত করতে হবে, না হয় চোরাবালিতে হারিয়ে যেতে হবে।

অনুষ্ঠানের সভাপতি ভিসি আনোয়ারুল আজীম বলেন, বিশ্ববিদ্যালয় জীবন তোমাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা। এটি শুধু জ্ঞান অর্জনের জায়গা নয়, বরং নিজের চরিত্র গঠন, জ্ঞান অর্জন ও ভবিষ্যৎ গড়ার সুবর্ণ সুযোগ। প্রকৃত জ্ঞান কেবল পরীক্ষায় পাশের জন্য নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে এ জ্ঞান সৎভাবে কাজে লাগানোর জন্য।

শুভেচ্ছা বক্তব্য দেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও নবীনবরণ আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. কানিজ মরিয়ম আক্তার ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন।

স্বাগত বক্তব্য দেন নবীনবরণ আয়োজন কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মো. ফজলুল করিম ও অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ড. মোছা. নুরজাহান খাতুন। নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন শাহ মো. মাহিন চৌধুরী ও ফারিহা মেহজাবিন আদিবা।

অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এর আগে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান অতিথিসহ আমন্ত্রিত অন্য অতিথিরা।খবর যুগান্তর

Google News

প্রতিদিন ইসলাম অনলাইনের সর্বশেষ খবর পেতে
Google News ক্লিক করুন।

আরও খবর

Sponsered content

🌟 Subscribe করুন 🌟

সাবস্ক্রাইব না করলে নিউজ পড়তে পারবেন না 📢