ইসলাম

সবর আল্লাহর নৈকট্য লাভের উপায়

  প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২৫ , ৪:১২:০৩                        

আশ-শূরা, আয়াত: ৩৩
اِنْ یَّشَاْ یُسْكِنِ الرِّیْحَ فَیَظْلَلْنَ رَوَاكِدَ عَلٰى ظَهْرِهٖ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُوْرٍۙ
আল্লাহ চাইলে বাতাসকে থামিয়ে দেবেন আর তখন সেগুলো সমুদ্রের বুকে নিশ্চল দাঁড়িয়ে যাবে। —এর মধ্যে সেই সব লোকদের প্রত্যেকের জন্য বড় বড় নিদর্শন রয়েছে যারা পূর্ণ মাত্রায় ধৈর্যশীল ও কৃতজ্ঞ।
“সবর” (আরবি: صَبْرٌ‎, বাংলা উচ্চারণ: সাবর) একটি ইসলামিক ধর্মীয় শব্দ, যার অর্থ হলো ধৈর্য, সহনশীলতা, অথবা অবস্থানের উপর অটল থাকা। এটি একটি গুরুত্বপূর্ণ গুণ যা কুরআন ও হাদীসে বহুবার উল্লেখ করা হয়েছে।

ইসলামে সবরের তাৎপর্য:
১. ধৈর্য থাকা পরীক্ষায় ও বিপদে: “নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন-সম্পদ, প্রাণ ও ফল-ফসলের ক্ষতির মাধ্যমে; আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও।” (সুরা বাকারা, ২:১৫৫)
২. সবরে আল্লাহর সাহায্য পাওয়া যায়: “নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।” (সুরা বাকারা, ২:১৫৩)
৩.সবরের মাধ্যমে জান্নাত লাভ করা যায়: “তারা ধৈর্যধারণ করেছিল, তাই তাদের পুরস্কার স্বর্গ ও রেশমি পোশাক। “(সুরা ইনসান, ৭:১২)

সবরের ধরন:
১. আল্লাহর আদেশ পালন করতে ধৈর্য — ফরজ-নামাজ, রোজা ইত্যাদি পালনে।
২. হারাম ও গুনাহ থেকে বিরত থাকার ধৈর্য — গুনাহের প্রলোভন থেকে নিজেকে বাঁচানো।
৩. বিপদ-আপদ ও কষ্টে ধৈর্য — দুনিয়ার দুঃখ-কষ্টে আল্লাহর প্রতি আস্থা রেখে অটল থাকা।

“সবর” মানে শুধু ধৈর্যই নয়, বরং এটা একটি পূর্ণাঙ্গ আত্মনিয়ন্ত্রণ ও ঈমানের প্রমাণ, যা একজন মুসলমানকে আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করে।

মুহাম্মদ আমিরুল ইসলাম
উপদেষ্টা
প্রতিদিন ইসলাম

আরও খবর

Sponsered content

🌟 Subscribe করুন 🌟

সাবস্ক্রাইব না করলে নিউজ পড়তে পারবেন না 📢