প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৫ , ৬:২০:১৫
ইসলাম ডেস্ক: চলতি বছরই অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ফের জুনিয়র বৃত্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এবার প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষায় সব শিক্ষার্থী অংশ নিতে পারবে না।
আরো পড়ুন:
জরুরি সতর্কবার্তা দিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশ
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মাত্র ২৫ শতাংশ এ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
দেশের সকল জেলা–উপজেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ স্থানে শর্তসাপেক্ষে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে।
ইমেইল ঠিকানা:
পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, অষ্টম শ্রেণির জন্য বৃত্তি পরীক্ষার বিষয়ে গত বুধবার নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ পরীক্ষায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ২৫ শতাংশ অংশগ্রহণের সুযোগ পাবে। সপ্তম শ্রেণির পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এ সংখ্যা নির্ধারিত করা হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলেন, আগামী সোমবার বৃত্তি পরীক্ষায় নিয়ম এবং সময়সূচি নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নিতে ফি দিতে হবে ৬০০ টাকা। এর মধ্যে বোর্ড ফি ৪০০ টাকা এবং কেন্দ্র ফি ২০০ টাকা। গত বুধবার এ পরীক্ষাসংক্রান্ত নীতিমালাও জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে মেধা (ট্যালেন্টপুল) ও কোটাভিত্তিক (সাধারণ) বৃত্তি দেওয়া হবে। সব ধরনের বৃত্তির ৫০ শতাংশ ছাত্রদের এবং ৫০ শতাংশ ছাত্রীদের জন্য নির্ধারিত থাকবে। তবে নির্ধারিত কোটায় প্রার্থী পাওয়া না গেলে ছাত্রের বৃত্তি ছাত্রী দিয়ে এবং ছাত্রীর বৃত্তি ছাত্র দিয়ে পূরণ করা যাবে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি দেওয়া হবে উপজেলা বা থানাভিত্তিক।
সাবস্ক্রাইব না করলে নিউজ পড়তে পারবেন না 📢