প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৪২:০০
ইসলাম ডেস্ক: দেশে দাখিল-আলিম পর্যায়ের মাদ্রাসার সংখ্যা প্রায় ৮ হাজার। দাখিল ও আলিম চালু আছে যথাক্রমে ৬ হাজার ৪৭৪ ও ১ হাজার ৫২৫টিতে। ২০২৬ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকভাবে কয়েকটি মাদ্রাসায় ব্যবসা শিক্ষা বিভাগ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে আলিম পর্যায়ে এই উদ্যোগ নেওয়ার আপাতত চিন্তা-ভাবনা নেই। শিক্ষার্থী-শিক্ষক সংকট ও সক্ষমতার কারণে সব মাদ্রাসায় ব্যবসা শিক্ষা বিভাগ চালু হচ্ছে না বলে মাদ্রাসা শিক্ষা বোর্ডের একাধিক কর্মকর্তা জানান।
আরো পড়ুন
সংশ্লিষ্টরা জানান, আলিয়া মাদ্রাসায় ব্যবসা শিক্ষা বিভাগের বিষয়ে আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনো কারিকুলাম নির্ধারিত হয়নি। তবে স্কুল-কলেজের আদলে সিলেবাস করা হতে পারে। এ ছাড়াও সিলেবাসে কিছু সংযোজন-বিয়োজনের বিষয় আছে। ধর্মীয় বিষয়টি বা ইসলামী অর্থনীতির বিষয়টি মাথায় রেখে কার্যক্রম চলছে।
দেশের সকল জেলা–উপজেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ স্থানে শর্তসাপেক্ষে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে।
ইমেইল ঠিকানা:
এদিকে প্রাথমিকভাবে ব্যবসা শিক্ষা চালুর জন্য নোটিশ দেওয়া হবে। আবেদন গ্রহণের পর শিক্ষার্থী সংখ্যা যাচাই-বাছাই করে ও সক্ষমতা দেখে দেশের কিছু প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হবে। তবে প্রাথমিকভাবে (২০২৬ শিক্ষাবর্ষে) দাখিল শ্রেণিতে ব্যবসা শিক্ষা বিভাগ চালু হবে। পর্যায়ক্রমে আলিম শ্রেণিতে চালু হবে।
জানা গেছে, গত ১৩ আগস্ট আলিয়া মাদ্রাসার দাখিল ও আলিম পর্যায়ে প্রথমবারের মতো ব্যবসায় শিক্ষা চালুর সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উবায়দুর রহমান সাহেল স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসাসমূহে ২০২৬ শিক্ষাবর্ষ থেকেই ব্যবসায় শিক্ষা চালু করতে হবে। জানুয়ারি-২০২৬ শিক্ষাবর্ষ থেকেই এই সিদ্ধান্ত বাস্তবায়নে দাখিল ও আলিম স্তরে ব্যবসায় শিক্ষা চালুকরণের জন্য পাঠ্যক্রম ও পূর্ণাঙ্গ সিলেবাস প্রণয়ণ; সিলেবাস অনুযায়ী বিষয়ভিত্তিক পাঠ্যপুস্তক নির্ধারণ ও প্রস্তুতকরণ।
কিন্তু এখন পর্যন্ত পূর্ণাঙ্গ সিলেবাস প্রণয়নের কাজ প্রাথমিক পর্যায়ে থাকলেও ফলপ্রসূ কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। সিলেবাসে কোন কোন বিষয় সংযোজন-বিয়োজন হবে, সেসব বিষয়ে ফাইনাল কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। তবে ব্যবসা শিক্ষা বিভাগ চালুর বিষয়ে আলোচনার টেবিলেই তা সীমাবদ্ধ রয়েছে।
এ বিষয়ে মাদ্রাসা শিক্ষাবোর্ডের প্রকাশনা নিয়ন্ত্রক অধ্যপক এফ এম শাকিরুল্লাহ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘২০২৬ শিক্ষাবর্ষ থেকেই ব্যবসা শিক্ষা বিভাগ চালুর নীতিগত সিদ্ধান্ত রয়েছে। প্রাথমিকভাবে দাখিল শ্রেণিতে চালু হবে, তবে কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠানে সক্ষমতার ভিত্তিতে চালু হতে পারে। আর সিলেবাসে কিছু সংযোজন-বিয়োজন হতে পারে। সবমিলিয়ে আলোচনা ও প্রস্তুতি প্রাথমিক পর্যায়ে রয়েছে, আমরা কাজ করছি।
সাবস্ক্রাইব না করলে নিউজ পড়তে পারবেন না 📢