• অপরাধ

    যে কারণে জুলাই মুক্তি যোদ্ধাদের নাম তালিকা বাদ দিচ্ছেনঃ সরকার

      প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ১১:১০:৫০                        

    ইসলাম ডেস্ক: ভুয়া প্রমাণিত হলে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশ করা হবে। এ ছাড়া এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    আরো পড়ুন:

    নারিরা যেকোনো পোশাক পরিধান করতে পারেন: সাদিক কায়েম

    মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এক ব্যাখ্যায় এ তথ্য জানিয়েছে।

    📢 সাংবাদিক নিয়োগ

    দেশের সকল জেলা–উপজেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ স্থানে শর্তসাপেক্ষে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে।

    ইমেইল ঠিকানা:

    ব্যাখ্যায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি লক্ষ্য করা গেছে যে, কিছু গণমাধ্যমে ‘ভুয়া জুলাই শহীদ ও জুলাই যোদ্ধা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। মন্ত্রণালয় এসব সংবাদে বিশেষ দৃষ্টি দিয়েছে।

    ব্যাখ্যায় আরও উল্লেখ করা হয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের গেজেট প্রকাশ এবং ভাতাসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করে থাকে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এমআইএসভুক্ত তালিকা প্রাপ্ত হয়ে তা ইতোমধ্যেই গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। জুলাই শহীদ ও জুলাই যোদ্ধার তালিকায় যে সব ভুয়া নাম অন্তর্ভুক্ত ছিল, সেগুলি যাচাই-বাছাই করে তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে এবং এই প্রক্রিয়া চলমান রয়েছে।

    মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, গণমাধ্যমে প্রকাশিত ভুয়া জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের নাম যাচাই-বাছাই করা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের দ্বারা। যদি কোনো নাম ভুয়া প্রমাণিত হয়, তবে তা তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশ করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ব্যাখ্যায় জানিয়েছে, তারা জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

    Google News

    প্রতিদিন ইসলাম অনলাইনের সর্বশেষ খবর পেতে
    Google News ক্লিক করুন।

    আরও খবর

    Sponsered content