• অর্থনীতি

    তিন দপ্তরের বাড়ি ভাড়ার প্রস্তাব একসঙ্গে পাঠাবে শিক্ষা মন্ত্রণালয়, তবে বাতিল হচ্ছে আগের ফাইল

      প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৫ , ২:২৮:৪৭                        

    ইসলাম ডেস্ক: শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন তিনটি অধিদপ্তরের অধীনে কর্মরত শিক্ষক-কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাব একসঙ্গে অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য নতুন করে ফাইল তুলবে সংস্থাটি। ফাইল অনুমোদনের পর প্রস্তাব আকারে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানা গেছে।

    আরো পড়ুন:

    ধোঁয়াশায় এনটিআরসিএঃ বিশেষ গণবিজ্ঞপ্তি না কি ১৯তম নিয়োগ বিজ্ঞপ্তি—কোনটি আগে

    মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, স্কুল-কলেজের শিক্ষকদের প্রস্তাবের ফাইল তোলা হলেও সেটি বাতিল করা হচ্ছে। নতুন করে ফাইল তোলা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাব একীভূত করে পাঠানো হবে। এ বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।

    📢 সাংবাদিক নিয়োগ

    দেশের সকল জেলা–উপজেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ স্থানে শর্তসাপেক্ষে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে।

    ইমেইল ঠিকানা:


    নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘আমরা ফাইল তুললেও সেটি বাতিল করতে হচ্ছে। কেননা গতকাল সোমবার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নতুন করে ফাইল পাঠিয়েছে। এখন সবগুলো একসঙ্গে করে ফাইল নতুন করে তুলতে হবে। উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব এবং সবশেষ উপদেষ্টার অনুমোদন শেষে শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।’

    কত শতাংশ বাড়ি ভাড়ার প্রস্তাব পাঠানো হবে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, এটি আমার পক্ষে বলা সম্ভব নয়। অধিদপ্তরগুলো যেভাবে (৫, ১০, ১৫ ও ২০ শতাংশ) প্রস্তাব পাঠিয়েছে, আমরা সেভাবেই ফাইল তুলব। পরবর্তীতে সচিব এবং উপদেষ্টা এ বিষয়টি ঠিক করবেন।’

    জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া হিসেবে দেওয়ার দাবি জানিয়েছেন। আগামী ১০ অক্টোবরের মধ্যে এ দাবি বাস্তবায়ন না হলে ১২ অক্টোবর থেকে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

    প্রসঙ্গত, গত ১৩ আগস্ট এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণপ্রত্যাশী জোটের মহাসমাবেশ থেকে শিক্ষা উপদেষ্টার কাছে বাড়ি ভাড়া ২০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাবনা অনুযায়ী একটি সারসংক্ষেপ তৈরি করে মন্ত্রণালয়ে জমা দিয়েছে জাতীয়করণপ্রত্যাশী জোট। জোটের এ প্রস্তাব আমলে নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কাছে তথ্য বিবরণী সংগ্রহ করেছে মন্ত্রণালয়। এই তথ্যবিবরণী প্রস্তাব আকারে এখন অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগ। প্রস্তাবগুলো পৃথক আকারে পাঠানো হবে বলে জানা গেছে।

    Google News

    প্রতিদিন ইসলাম অনলাইনের সর্বশেষ খবর পেতে
    Google News ক্লিক করুন।

    আরও খবর

    Sponsered content