প্রতিনিধি ১ অক্টোবর ২০২৫ , ৩:০১:১৩
ইসলাম ডেস্ক: বাংলাদেশে থাকা পাঁচ লাখ রোহিঙ্গা শরণার্থীকে খাদ্য, আবাসন এবং নিরাপদ পানীয়সহ বিভিন্ন জীবন রক্ষাকারী সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার।
আরো পড়ুন:
নাশকতার আশঙ্কা অক্টোবর ঘিরে,হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য দেওয়ার নির্দেশ
বুধবার দেশটির ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই সহযোগিতার কথা জানানো হয়।
রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে মঙ্গলবার জাতিসংঘে অনুষ্ঠিত সম্মেলন সামনে রেখে দুই কোটি ৭০ লাখ পাউন্ডের এই ত্রাণ প্যাকেজ ঘোষণা করা হয়। স্থানীয়ভাবে জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংস্থা এবং বিভিন্ন মানবিক সহযোগিতা সংস্থা তা বাস্তবায়ন করবে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, “এর মাধ্যমে যুক্তরাজ্য বাংলাদেশে থাকা পাঁচ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী এবং স্থানীয় মানুষদের প্রয়োজনীয় খাদ্য, আশ্রয়, নিরাপদ পানি এবং জীবন রক্ষাকারী সহযোগিতা দেবে।
“যারা সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়েছেন, তাদের সমর্থন, সুরক্ষা, মর্যাদা এবং প্রত্যাশিত সুযোগ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাবে যুক্তরাজ্য।”
রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন এই প্রতিশ্রুতি বৈশ্বিক মানবিক সাড়াদানের ক্ষেত্রে যুক্তরাজ্যের ‘নেতৃত্বস্থানীয় ভূমিকার’ প্রকাশ ঘটাচ্ছে মন্তব্য করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাস্তুচ্যুতি ও ঝুঁকিতে পড়ার গোড়ার কারণ খুঁজে বের করতে যুক্তরাজ্য আবারও টেকসই আন্তর্জাতিক সমন্বয়ের আহ্বান জানাচ্ছে।
“যার মধ্যে রয়েছে মানবিক সহযোগিতায় সম্পূর্ণ ও বাধাহীন প্রবেশাধিকার, যাতে মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক পরিস্থিতির মধ্যে বসবাসকারীদের কাছেও সহায়তা পৌঁছতে পারে।”
রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য টেকসই ভবিষ্যৎ তৈরিতে বাংলাদেশ ও মিয়ানমারে প্রধান প্রধান অংশীজনদের সঙ্গে কাজ করার কথা তুলে ধরে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশে রোহিঙ্গা সঙ্কটে সাড়াদানের ক্ষেত্রে দীর্ঘদিনের দাতা হিসাবে রয়েছে যুক্তরাজ্য।”
যুক্তরাজ্য সরকার বলছে, নতুন সহযোগিতা মিলিয়ে ২০১৭ সাল থেকে এ পর্যন্ত ৪৪ কোটি ৭০ লাখ পাউন্ড সহযোগিতা দিয়েছে তারা। ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে।
২ কোটি ৭০ লাখ পাউন্ড কোথায় খরচ হবে, তার পরিকল্পনা তুলে ধরে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬০ লাখ পাউন্ড খরচ হবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মাধ্যমে পাঁচ লাখ ১০ হাজার ৫০০ শরণার্থীর ঘর নির্মাণে। বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মাধ্যমে প্রায় ১ লাখ ৭৫ হাজার মানুষকে তিন মাস খাদ্য সহযোগিতা দিতে খরচ হবে ৬০ লাখ পাউন্ড।
জাতিসংঘ শরণার্থী সংস্থা- ইউএনএইচসিআরকে ৩২ লাখ পাউন্ড দেওয়া হবে ৪৩ হাজার শরণার্থীর তথ্য সংগ্রহ এবং ৩১ হাজার ৬০ মানুষকে আইনি সহযোগিতা দিতে।
ইউনিসেফের অধীনে ৪২ লাখ টাকা খরচ হবে দেড় লাখ শরণার্থীকে স্যানিটেশন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা, ৭৫ হাজার মানুষকে সুপেয় পানি এবং প্রায় ৬২ হাজার শরণার্থীকে স্বাস্থ্যসেবা দিতে।
জাতিসংঘ এবং বেসরকারি সংস্থার সহযোগীদের মাধ্যমে ৪৭ হাজার পরিবারকে প্রশিক্ষণ এবং ৬৫ হাজার ৬০০ পরিবারকে জলবায়ু-সহনশীল কৃষিতে সম্পৃক্ত করার ক্ষেত্রে খরচ হবে ৪০ লাখ পাউন্ড।খবর বিডিনিউজ