• জাতীয়

    বেসরকারি শিক্ষকদের জন্য সুখবর, অনুমোদন দিয়েছেন শিক্ষা উপদেষ্টা যাচ্ছে চিঠি অর্থ মন্ত্রণালয়ে

      প্রতিনিধি ২ অক্টোবর ২০২৫ , ১:৪৭:২২                        

    ইসলাম ডেস্ক: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন শিক্ষা উপদেষ্টা।

    আরো পড়ুন:

    ধর্মীয় শিক্ষা, দেশের সকল মাদরাসার বিষয়ে বিশাল সুখবর দিলেনঃ শিক্ষা উপদেষ্টা

    আগামী রবিবার এ প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানা গেছে।

    বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া হিসেবে দেওয়ার দাবি জানিয়েছেন। আগামী ১০ অক্টোবরের মধ্যে এ দাবি বাস্তবায়ন না হলে ১২ অক্টোবর থেকে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

    তবে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫, ১০, ১৫ এবং ২০ শতাংশ হারেই অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। এভাবে তৈরিকৃত প্রস্তাবে অনুমোদন দিয়েছেন শিক্ষা উপদেষ্টা।

    সূত্র আরো জানিয়েছে, চিঠি পেয়ে কাটছাট করতে পারে অর্থ মন্ত্রণালয়। তারা যেটিতে অনুমোদন দেবে, সেই হারেই বাড়ি ভাড়া পাবেন শিক্ষক-কর্মচারীরা।

    গত ১৩ আগস্ট এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণপ্রত্যাশী জোটের মহাসমাবেশ থেকে শিক্ষা উপদেষ্টার কাছে বাড়ি ভাড়া ২০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়।

    Google News

    প্রতিদিন ইসলাম অনলাইনের খবর পেতে
    Google News ক্লিক করুন।

    আরও খবর

    Sponsered content