• জাতীয়

    দুর্ভাগ্য শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির

      প্রতিনিধি ৫ অক্টোবর ২০২৫ , ২:৪২:২১                        

    ইসলাম ডেস্ক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ, প্রতিষ্ঠান প্রধান, উপাধ্যক্ষ নিয়োগ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আববার। শিক্ষা উপদেষ্টার এমন ঘোষণার মাধ্য স্কুল-কলেজে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ক্ষমতাও হারাল ম্যানেজিং কমিটি। এর ফলে কিছুই রইল না ম্যানেজিং কমিটির হাতে।

    আরো পড়ুন:

    মাইলস্টোনের দুই সাহসী শিক্ষিকার বীরত্ব, শিক্ষক দিবসের শ্রদ্ধাঞ্জলি

    রবিবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়ের এই উদ্যোগের কথা জানান।

    এর আগে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মচারী নিয়োগ প্রক্রিয়ার দায়িত্ব জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত সুপারিশ কমিটির হাতে দেওয়ার পরিপত্র জারি করা হয়। ওই কমিটিতে আর ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির কেউ থাকবেন না।

    আগে শিক্ষক ছাড়া অন্যান্য কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কমিটি গঠিত হতো প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির নেতৃত্বে। তবে অভিযোগ ছিল, এসব নিয়োগে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতি চলে আসছে দীর্ঘদিন ধরে। এসব অনিয়ম বন্ধে সব ধরনের নিয়োগ প্রক্রিয়া থেকে ম্যানেজিং কমিটিকে সড়িয়ে দিল সরকার।

    গত ২৮ সেপ্টেম্বর অশিক্ষক নিয়োগ নিয়ে জারি করা পরিপত্রে বলা হয়, নিয়োগ সুপারিশ কমিটির সভাপতি হবেন জেলা প্রশাসক। সদস্য হিসেবে থাকবেন জেলার সবচেয়ে পুরোনো সরকারি কলেজের অধ্যক্ষ বা তার প্রতিনিধি, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের একজন প্রতিনিধি এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বা সহকারী পরিচালক। কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন জেলা শিক্ষা কর্মকর্তা।

    এ কমিটি পরীক্ষা গ্রহণ, ফলাফল তৈরি ও নিয়োগের সুপারিশ দেবে। প্রয়োজনে মৌখিক পরীক্ষার জন্য একাধিক বোর্ডও গঠন করা যাবে। জেলা প্রশাসকের প্রতিনিধির নেতৃত্বে অন্তত নবম গ্রেডের কর্মকর্তাদের নিয়ে ৩ সদস্যবিশিষ্ট বোর্ড গঠনের বিধান রাখা হয়েছে।

    শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্বচ্ছতা নিশ্চিত করতেই এ নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে।

    Google News

    প্রতিদিন ইসলাম অনলাইনের সর্বশেষ খবর পেতে
    Google News ক্লিক করুন।

    আরও খবর

    Sponsered content