• সারাদেশ

    এমপিওভুক্ত শিক্ষক আন্দোলন এবং অতীত থেকে শিক্ষা

      প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৫ , ২:৪৮:২১                        

    নজরুল ইসলাম: এই সেই শহীদ মিনার, যেখান থেকে রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা চাকুরী জাতীয়করণের জন্য ঐক্যবদ্ধ ভাবে ইস্পাতকঠিন আন্দোলন শুরু করেছিলেন।নেতৃত্বদানকারী শিক্ষক নেতারা প্রবীন এক রাজনৈতিক নেতার কাছে দাবি আদায়ের পরামর্শের জন্য গিয়েছিলেন।ঐ প্রবীন নেতা বলেছিলেন প্রথমত আপনারা ঐক্যবদ্ধ থাকুন আর আন্দোলনের মাঠ ছাড়বেন না।

    আমার সংগ্রামী জীবনের সকল কৌশল শিখিয়ে দিলাম,তাতে যদি কাজ না হয়,আমার রাজনৈতিক গুরুর শেখানো মন্ত্র শিখে দিব,তাতেও যদি কাজ না হয়, আমার রাজনৈতিক গুরুর রাজনৈতিক গুরু মাওলানা আব্দুল হামিদ খাঁন ভাসানী সাহেবের শেখানো অগ্নিগর্ব মন্ত্র শিখিয়ে দিব ইনশাআল্লাহ আপনাদের দাবি আদায় হয়ে যাবে এবং আপনারা সবাই জানেন সেই সময়ের সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দাবি মেনে নিতে বাধ্য হয়েছিলেন, প্রাথমিক শিক্ষকরা তাদের চাকুরী জাতীয়করণ করেই ঘরে ফিরেছিলেন।
    মোঃনজরুল ইসলাম, যুগ্মমহাসচিব ,
    বাশিস, কেন্দ্রীয় কমিটি

    আরও খবর

    Sponsered content