• জাতীয়

    “শিক্ষকরা রাস্তায়, ক্লাসরুমে নীরবতা — সরকারের উদাসীনতায় সারাদেশে শিক্ষা বিপর্যয়”

      প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৫ , ১২:৩৩:৫৬                        

    নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষকদের চলমান আন্দোলনে সারাদেশে পাঠদান বন্ধ হয়ে পড়েছে। দেশের সব জেলা ও বিভাগীয় শহরে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। এতে শিক্ষার্থীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও সরকারের পক্ষ থেকে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

    আরো পড়ুন:

    কত শতাংশ পে-স্কেল বাড়বে জানালেন শিক্ষা উপদেষ্টা

    শিক্ষকরা জানাচ্ছেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি না মানায় তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন। তাদের প্রধান দাবি তিনটি—
    ➡️ বাড়িভাড়া ২০% বৃদ্ধি,
    ➡️ মেডিকেল ভাতা মাসে ১,৫০০ টাকা,
    ➡️ উৎসব ভাতা ৭৫% নির্ধারণ।

    প্রতিদিন ইসলাম-এর সম্পাদক এম এ সাইদ (তন্ময়) বলেন,

    > “আমরা সরকারের কাছে বারবার অনুরোধ করেছি। কিন্তু কোনো সাড়া না পাওয়ায় শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন চলবে।”

    এদিকে শিক্ষার্থীরা বলছে, ক্লাস বন্ধ থাকায় তারা চরম অনিশ্চয়তায় আছে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

    শিক্ষক নেতারা হুঁশিয়ারি দিয়েছেন— দাবি পূরণ না হলে কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলবে।

    Google News

    প্রতিদিন ইসলাম অনলাইনের খবর পেতে
    Google News ক্লিক করুন।

    আরও খবর

    Sponsered content