• আন্তর্জাতিক

    যে কারণে মৃত্যুর অপেক্ষায় দিন গুনছেন যুবরাজের বাবা!

      প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২৫ , ১২:১১:৫০                        

    স্পোর্টস ডেস্ক: অতীতে বার বার বিতর্কিত কথা বলে হয়েছেন গণমাধ্যমের শিরোনাম। ভারতের সাবেক তারকা ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং এবার জানালেন নিজের অসহায় জীবনের কথা। যুবরাজের বাবা জানান, এখন একাকিত্বেই দিন কাটছে তার। কেউ নেই তার সঙ্গে। এতটাই খারাপ অবস্থা যে, অচেনা লোকদের থেকে খাবার নিয়ে খান। মৃত্যুর অপেক্ষায় এখন দিন গুনছেন যুবরাজের বাবা।

    এক সাক্ষাৎকারে যোগরাজ জানান, তার জীবনে এখন কিছুই আর বাকি নেই। তিনি বলেন, ‘আমি নিজের মা, সন্তান, পূত্রবধূ, নাতি-নাতনি, পরিবারের সকলকে ভালোবাসি। কিন্তু কারও থেকে কখনো কিছু চাই না। আমি মৃত্যুর জন্য তৈরি। আমার জীবন সম্পূর্ণ। যে দিন ঈশ্বর চান আমাকে নিজের কাছে ডেকে নিতে পারেন। আমি ঈশ্বরের কাছে ঋণী থাকব।’

    যোগরাজের প্রথম বিয়ে হয়েছিল শবনমের সঙ্গে। তাদের দুই সন্তান যুবরাজ এবং জ়োরাভর। যুবরাজ অতীতে একাধিক সাক্ষাৎকারে বলেছেন, তার বাবা-মায়ের এতই ঝগড়া হত যে তিনি চাইতেন তাদের বিচ্ছেদ হয়ে যাক। শেষ পর্যন্ত সেটাই হয়। এর পর যোগরাজ বিয়ে করেন নীনা বুন্দেলকে। তাদের এক ছেলে এবং মেয়ে রয়েছে।

    যোগরাজ বলেন, ‘রোজ বিকেলে একা একা বসে থাকি। ঘরে কেউ থাকে না। অচেনা লোকের খাবারের অপেক্ষায় থাকি। কেউ কেউ খাবার দিয়ে যায়। কাউকে নিয়ে চিন্তা করি না। খিদে পেলে অনেকেই খাবার দিয়ে যায়। বাড়িতে রান্নার লোক আছে। ওরা খাবার রান্না করে নিজেদের মতো বাড়ি চলে যায়।’

    শবনমের সঙ্গে বিচ্ছেদের ফলেই তার জীবনের সবচেয়ে বড় সমস্যা হয়েছে বলে মেনে নিয়েছেন যোগরাজ। তার কথায়, ‘যুবরাজ এবং ওর মায়ের ছেড়ে যাওয়া আমার জীবনের সবচেয়ে বড় ধাক্কা ছিল। যার জন্য গোটা জীবন দিয়েছি সে এভাবে ছেড়ে চলে যেতে পারে! এভাবে অনেক কিছু ধ্বংস হয়ে গিয়েছে। ঈশ্বরকে জিজ্ঞাসা করেছি, কী এমন করলাম যে সবাই ছেড়ে গেল? কিছু ভুল করেছি ঠিকই। কিন্তু আমি নির্দোষ। কারও খারাপ করিনি কোনও দিন

    Google News

    প্রতিদিন ইসলাম অনলাইনের সর্বশেষ খবর পেতে
    Google News ক্লিক করুন।

    আরও খবর

    Sponsered content