প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৫ , ১১:৩১:৫৭
ইসলাম ডেস্ক: বেতন ১০ম গ্রেডে উন্নীত করাসহ তিন দাবিতে ফের কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
আরো পড়ুন:
হাইস্কুলে ভর্তির আবেদন শুরু আগামীকাল থেকে, জেনে নিন নিয়মকানুন
সরকারি চাকরিজীবীরা, নিয়ে আসছে একগুচ্ছ কর্মসূচি ফ্যাক্ট পে-স্কেল
মোবাইল বিক্রির দোকান মালিকদের জন্য বিশাল দু:সংবাদ
আজ শুক্রবার (২১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে প্রাথমিকের শিক্ষকরা জানান, আগামী ২৯ নভেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে পরদিন থেকে তারা কর্মবিরতি পালন করবেন।
সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আবুল কাশেম সভাপতিত্ব করেন। লিখিত বক্তব্য পড়ে শোনান প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ।
সংবাদ সম্মেলনে তিন দফা দাবি ছাড়াও ফাতেমার পরিবারের জন্য ক্ষতিপূরণসহ পূর্ণ পেনশন দেওয়ার দাবি জানান শিক্ষক নেতারা। পাশাপাশি আহত শিক্ষকদের চিকিৎসা দেওয়ার দাবি জানানো হয়।
শিক্ষকরা বলেন, আগামী ২৯ নভেম্বরের মধ্যে তিন দাবির প্রজ্ঞাপন বা দৃশ্যমান অগ্রগতি না হলে ৩০ নভেম্বর থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
জানা যায়, প্রাথমিকের সহকারী শিক্ষকরা তিন দফা দাবিতে আন্দোলন করে আসছেন। তাদের অন্য দুই দাবি হলো– শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড। গত ৮ নভেম্বর দাবি আদায়ে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেন প্রাথমিকের শিক্ষকরা। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে এ আন্দোলনের অংশ হিসেবে একই দিন বিকেলে শাহবাগে ‘পেন ড্রপ’ কর্মসূচি করতে গেলে পুলিশি হামলা হয়।
সরকারের আশ্বাসে ১১ নভেম্বর থেকে ক্লাসে ফেরেন শিক্ষকরা। তবে ওই ঘটনায় আহতদের মধ্যে চাঁদপুরের মতলব উত্তরের ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা আক্তার গত ১৬ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান।
দেশের সকল জেলা–উপজেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ স্থানে শর্তসাপেক্ষে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে।
ইমেইল ঠিকানা:

















