প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৫ , ২:০৭:১২
ইসলাম ডেস্ক: প্রবাসী ভোটারদের জন্য চালু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের প্রথম দিনে প্রায় ৩,৪০০ প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) এ তথ্য জানান নির্বাচন কমিশনের আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম টিমের লিডার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান।
আরো পড়ুন:
সরকার কে ফের কঠোর হুঁশিয়ারি দিলেন প্রাথমিক শিক্ষকরা
যারা ইসলামী মূল্যবোধকে লালন করবে, আগামী নির্বাচনে মানুষ তাদের ভোট দেবে
সরকারি চাকরিজীবীরা, নিয়ে আসছে একগুচ্ছ কর্মসূচি ফ্যাক্ট পে-স্কেল
১৯ নভেম্বর পর্যন্ত প্রবাসী ভোটারদের মধ্যে দক্ষিণ কোরিয়া থেকে সর্বাধিক ১ হাজার ৭৪৫ জন নিবন্ধন করেছেন। জাপান থেকে ৬৯০ জন, চীন থেকে ৩৬৮ জন এবং দক্ষিণ আফ্রিকা থেকে ৩৬৩ জন নিবন্ধন সম্পন্ন করেছেন। এছাড়া লিবিয়া থেকে ৬১, মিশর থেকে ৫২, উগান্ডা থেকে ১৯ এবং মোজাম্বিক থেকে ১৫ জন ভোটার নিবন্ধন করেছেন। একই সময়ে মরিশাস থেকে ১৪, নাইজেরিয়া ও লাইবেরিয়া থেকে প্রত্যেকে ১১ জন, বতসোয়ানা থেকে ৯, রিপাবলিক অব কঙ্গো থেকে ৬, তানজানিয়া থেকে ৫ এবং কেনিয়া ও মরক্কো থেকে ৪ জন করে ভোটার নিবন্ধন করেন।
কর্মকর্তারা জানান, সন্ধ্যা ৬টার মধ্যে নিবন্ধনের সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৩ হাজার ৪২৩–এ পৌঁছায়। প্রথম পর্বে ১৯ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার ৫২টি দেশের প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন। দেশের ভেতরের তিন ধরনের ভোটার ১৯ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের আওতায় থাকবেন। এই সময় যেসব প্রবাসী বাদ পড়বেন, তারাও নিবন্ধন করার সুযোগ পাবেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন। এটি প্রবাসী ও দেশের ভেতরের ভোটারদের জন্য ডিজিটাল নিবন্ধন প্রক্রিয়া সহজ করছে। অ্যাপ চালুর পর প্রথম ২৪ ঘণ্টায় নিবন্ধন করেন তিন হাজার ৩৯১ জন। নিবন্ধিতদের মধ্যে পুরুষের সংখ্যা তিন হাজার ২০৪ এবং নারীর সংখ্যা ১৮৭।
দেশের সকল জেলা–উপজেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ স্থানে শর্তসাপেক্ষে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে।
ইমেইল ঠিকানা:











