• অর্থনীতি

    জাতীয় পে-স্কেল ২০২৫: বিশাল বড় সুখবরদিলেন সরকার

      প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৫ , ৫:৫৭:০৩                        

    ইসলাম ডেস্ক: নতুন পে স্কেল নিয়ে এবার বড় সুখবর এসেছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য। এই পে স্কেল নিয়ে গঠিত কমিশনের সুপারিশ জমা এবং নতুন বেতন কাঠামো কার্যকরের বিষয়ে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে বুধবার (২৬ নভেম্বর) দুপুরে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির।

    আরো পড়ুন:

    যে সকল শিক্ষকদের কপাল পুড়লো

    এ সময় আগামী ৩০ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ প্রণয়ন ও গ্রেড ভেঙে ন্যুনতম বেতন ৩৫ হাজার টাকা করার দাবি পুনরব্যক্ত করেছেন বাদিউল কবির। কমিশন থেকে এসব বিষয়ে ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানিয়েছে এই নেতা।

    বাদিউল কবির বলেন, আমাদের বেশ ফলপ্রসু আলোচনা হয়েছে। বেতন গ্রেড কমিয়ে আনা, ৩০ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা এবং ১৫ ডিসেম্বরের আগেই অর্থমন্ত্রণালয় থেকে যাবতীয় কার্যক্রম শেষ করে পে স্কেলের গ্যাজেট অর্থাৎ নবম জাতীয় বেতন স্কেলের ঘোষণার বিষয়ে আলোচনা হয়েছে। 

    আগামী ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ জমার বিষয়ে তিনি বলেন, কমিশনের চেয়ারম্যান তো ব্যক্তিগতভাবে উনার মতামত ব্যক্ত করতে পারেন না। কমিশনের সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে তাদের মতামত নিয়েই যে কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। সে অনুযায়ী চেয়ারম্যান আমাদের কাছে যে অভিমত বা কার্যক্রমের অগ্রগতির কথা ব্যক্ত করেছেন তাতে আমরা সন্তুষ্ট। চেয়ারম্যান বলেছেন, আমরা আপনাদের দাবিটা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা চেষ্টা করছি ৩০ শে নভেম্বরের মধ্যেই একটা রিপোর্ট পেশ করতে পারি।

    এ নেতা আরও জানান, পে কমিশনের চেয়ারম্যান বলেছেন যে গত ১১ বছর এবং সামনের পাঁচ বছরের মুল্যস্ফ্রিতি, বৈশ্বিক পরিস্থিতি, দেশের আর্থিক তারল্য সংকটসহ বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমাদের ভাবতে হয়। সবকিছু বিচার বিশ্লেষণ করে, গবেষণা করে আমরা চাচ্ছি, আপনাদের চাহিত সময়ের মধ্যেই আমরা রিপোর্ট দাখিল করব। যদি এর বাইরে সময়ের প্রয়োজন দেখা দেয় বা প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করি, তখন হয়তোবা দুই এক সপ্তাহ সময় লেগে যেতে পারে। এই যৌক্তিক সময়টা আপনারা বিবেচনা করবেন।

    সার্বিকভাবে কমিশনের এমন চিন্তা কর্মচারীদের জন্য বড় সুসংবাদ। কারণ নভেম্বরের মধ্যেই পে কমিশনের সুপারিশ জমার বিষয়ে আল্টিমেটাম দিয়েছিলেন কর্মচারীরা। বিভিন্ন সংগঠনের পরও কমিশনের কোন প্রতিবেদন জমা না দেয়া এবং মিডিয়াতেও কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে তথ্য না জানানোয় কর্মচারীদের মধ্যে হতাশা বিরাজ করছিল। কিন্তু বাদিউল কবিরের সঙ্গে সাক্ষাৎকালে কমিশন চেয়ারম্যানের বক্তব্যকে সুসংবাদ হিসেবে দেখছেন কর্মচারী নেতারা।খবর আর টিভি

    📢 সাংবাদিক নিয়োগ

    দেশের সকল জেলা–উপজেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ স্থানে শর্তসাপেক্ষে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে।

    ইমেইল ঠিকানা:


    My website: https://protidinislam.com

    আরও খবর

    Sponsered content