• জাতীয়

    প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর!

      প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২৫ , ২:২৮:১৪                        

    ইসলাম ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হলো। তাঁদের পদমর্যাদা ও বেতন স্কেল দশম গ্রেডে (গেজেটেড কর্মকর্তা) উন্নীত করে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত ১৫ ডিসেম্বর থেকেই এই নতুন বেতন কাঠামো কার্যকর ধরা হয়েছে।

    আরো পড়ুন:

    কিশোর গ্যাং: ভবিষ্যৎ প্রজন্ম কি অপরাধের পরীক্ষাগার?

    পদমর্যাদা: এই উন্নীতকরণের ফলে প্রধান শিক্ষকরা এখন থেকে ‘গেজেটেড কর্মকর্তা’ হিসেবে গণ্য হবেন।

    শিক্ষক সূত্রে জানা গেছে, নভেম্বর মাসের বেতন তাঁরা পূর্বের ১১তম গ্রেড অনুযায়ী উত্তোলন করেছেন। যেহেতু ১৫ ডিসেম্বর থেকে নতুন গ্রেড কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে, তাই চলতি ডিসেম্বর মাসের বেতন এবং অ্যারিয়ার (বকেয়া) আগামী জানুয়ারি মাসে যুক্ত হবে।

    প্রধান শিক্ষকদের এই প্রাপ্তিতে শিক্ষক সমাজে স্বস্তি এলেও সহকারী শিক্ষকদের মধ্যে কিছুটা আক্ষেপ রয়ে গেছে। সহকারী শিক্ষকরা তাঁদের বেতন ১১তম বা ১২তম গ্রেডে উন্নীত করার দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছেন।

    শিক্ষার্থীদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) বিবেচনায় নিয়ে তাঁরা তাঁদের বর্তমান আন্দোলন কর্মসূচি ডিসেম্বর মাস পর্যন্ত স্থগিত রেখেছেন।

    দীর্ঘদিনের আন্দোলন ও আইনি লড়াইয়ের পর প্রধান শিক্ষকদের এই অর্জন প্রাথমিক শিক্ষা খাতের জন্য একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে প্রাথমিক শিক্ষার প্রশাসনিক স্তরে গতিশীলতা আসবে।

    📢 সাংবাদিক নিয়োগ

    দেশের সকল জেলা–উপজেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ স্থানে শর্তসাপেক্ষে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে।

    ইমেইল ঠিকানা:

    আরও খবর

    Sponsered content