জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা - protidinislam.com | protidinislam.com |
অপরাধ

জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

  প্রতিনিধি ১৭ জুন ২০২৫ , ৯:৫১:৩৫ প্রিন্ট সংস্করণ

ইসলাম ডেস্ক: ইরান-ইসরায়েলের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে সরকার সতর্ক পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, পরিস্থিতি দীর্ঘায়িত হলে জ্বালানি, সার ও বাণিজ্য খাতে এর প্রভাব পড়তে পারে, তবে আপাতত তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কিছু জায়গায় দাম কিছুটা বেড়েছে, তবে যেগুলোতে আমরা আগেই অর্ডার দিয়েছি, সেগুলোর দাম অপরিবর্তিত রয়েছে। আজ আমরা যে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছি, তা পুরোনো দামেই হবে।”

বাণিজ্যে প্রভাব সম্পর্কে প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, “এই মুহূর্তে বাণিজ্যে তেমন কোনো প্রভাব পড়েনি। তবে যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তখন সার, এলএনজি ও জাহাজ চলাচলসহ বিভিন্ন খাতে প্রভাব পড়তে পারে, বিশেষ করে হরমুজ প্রণালির কারণে।”

ভবিষ্যতের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, “বিশেষ প্রস্তুতির অংশ হিসেবে আমরা আজ এলএনজি ও সার আমদানির অনুমোদন দিয়েছি। যুদ্ধে যদি পরিস্থিতির অবনতি হয়, তখন নতুন আমদানিতে প্রভাব পড়তে পারে। তবে আমাদের ধারণা, এই যুদ্ধ খুব বেশি দিন চলবে না।”

আপনি চাইলে এর নিচে সামারি, কিওয়ার্ড ও ট্যাগ ফরম্যাটে উপস্থাপন করে দিতে পারি। জানালে সঙ্গে সঙ্গে করে দিচ্ছি।

আরও খবর

Sponsered content