মতামত

শিক্ষক অধিকার আন্দোলনে বাশিসের দৃঢ় অবস্থান

  প্রতিনিধি ১৪ জুলাই ২০২৫ , ১২:৪৪:১৬                        

ইসলাম ডেস্ক: বাংলাদেশের শিক্ষা অঙ্গনে এক ঐতিহাসিক নাম বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)। এই সংগঠনের মাধ্যমে বহু শিক্ষক পেয়েছেন তাদের ন্যায্য অধিকার, মর্যাদা ও সম্মান। তবে এই পথ মোটেই সহজ ছিল না। এই আন্দোলনের পেছনে যিনি সবচেয়ে বেশি অবদান রেখেছেন, তিনি হলেন বাশিস সভাপতি নজরুল ইসলাম রনি স্যার।

আরো পড়ুন:

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে মাউশির জরুরি নির্দেশ

রনি স্যার সেই নেতাদের একজন যিনি যখন সমস্ত পথ বন্ধ হয়ে যাচ্ছিল, তখন “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ জাতীয়করণ”-এর দাবিতে রাজপথে নামতে দ্বিধা করেননি। তার এই কঠোর অবস্থানের কারণে বড় বড় প্রভাবশালী মহল ও প্রতিষ্ঠানগুলো তার বিরোধিতা করে, এমনকি তার বিরুদ্ধে ষড়যন্ত্রও শুরু হয়। তিনি হয়েছেন বারবার হয়রানির শিকার, পেয়েছেন মানসিক ও শারীরিক নির্যাতন।

শিক্ষার খবর সহ সকল প্রকার খবর সবার আগে জানতে
আমাদের পেইজে ফলো দিয়ে সাথেই থাকুন সারাক্ষণ

আজ তিনি দেশের বাইরে অবস্থান করছেন, কিন্তু তার আদর্শ ও আন্দোলনের স্পৃহা দেশের প্রতিটি শিক্ষকের হৃদয়ে এখনো জীবন্ত। তার সেই সংগ্রামের ধারা এখন বহন করে চলেছেন বাশিসের সাহসী সাংগঠনিক সম্পাদক এম এ সাইদ (তন্ময়)।

🎙️ এম এ সাইদ (তন্ময়): “আন্দোলন থামেনি, থামবে না — এই দায়িত্ব এখন আমার কাঁধে।”

এম এ সাইদ (তন্ময়) বলেন:

> “রনি স্যারের দেখানো পথ ধরে আমি দৃঢ় কণ্ঠে ঘোষণা করছি—জাতীয়করণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না।
সংগঠন এখন আর ঘুমিয়ে থাকা বাঘ নয়—আমরা জেগে উঠেছি। এখন সময় দাবি আদায়ের।”

তিনি আরও বলেন,

> “যে সব প্রভাবশালী গোষ্ঠী শিক্ষকদের স্বপ্ন দমন করতে চায়, তারা হয়তো অর্থে বড়, কিন্তু আমরা নৈতিকতায় বড়। আমরা শিক্ষক সমাজকে সম্মানিত পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে এই আন্দোলন চালিয়ে যাবো।”

📌 আন্দোলনের মূল দাবি:

সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে।

শিক্ষকদের জন্য স্থায়ী চাকরি, সরকারি সুযোগ-সুবিধা এবং মর্যাদা নিশ্চিত করতে হবে।

নন-এমপিও শিক্ষকদের দ্রুত এমপিওভুক্ত করতে হবে।

🔥 বাশিসের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা:

জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি শক্তিশালীকরণ।

শিক্ষকদের সচেতনতা বৃদ্ধির জন্য সেমিনার, মানববন্ধন, মিছিল।

প্রেস কনফারেন্স ও গণমাধ্যমে সরব উপস্থিতি।

জাতীয় পর্যায়ে স্মারকলিপি প্রদান ও জনমত গঠন।

📣 উপসংহার:

রনি স্যারের বলিষ্ঠ নেতৃত্ব এবং সাংগঠনিক সম্পাদক এম এ সাইদ (তন্ময়)-এর অদম্য সাহসিকতা — এই দুই মেধা ও মননের সম্মিলিত প্রয়াসই এখন বাশিস আন্দোলনের নতুন জাগরণ।

বাংলাদেশের শিক্ষক সমাজ আজ এই বার্তা দিচ্ছে—

> “আমরা দাবি আদায় না করে ঘরে ফিরবো না। শিক্ষা জাতীয়করণই আমাদের চূড়ান্ত লক্ষ্য।”


বিসমিল্লাহির রাহমানির রাহিম

Google News Icon

📢 প্রতিদিন ইসলাম এর সর্বশেষ খবর পড়তে

আমাদের ওয়েবসাইট ভিজিট করুন →

🌍 পৃথিবীর যেকোনো দেশ ও বাংলাদেশের সকল জেলা, উপজেলা, বিভাগীয় ব্যুরো প্রতিনিধি এবং সকল ইউনিভার্সিটিতে প্রতিনিধি নিয়োগ চলছে।

আগ্রহী পুরুষ/ মহিলা যোগাযোগ করতে পারেন।

📞 মোবাইল: 01717289550 (WhatsApp)
📧 ইমেইল:

masayeedtonmoy@gmail.com


👍 ফেসবুক পেজ

▶️ চ্যানেল সাবস্ক্রাইব

আরও খবর

Sponsered content