সারাদেশ

বাংলাদেশ মাদ্রাসা জেলা অ্যাম্বাসেডর সংগঠনের সভাপতি ডেঙ্গুতে আক্রান্ত – পাবনা জেলা অ্যাম্বাসেডর স্যারের দোয়ার আবেদন

  প্রতিনিধি ১৫ জুলাই ২০২৫ , ১০:০৯:৪৭                        

Oplus_131072

ইসলাম ডেস্ক: বাংলাদেশ মাদ্রাসা জেলা অ্যাম্বাসেডর সংগঠনের মহামান্য সভাপতি অধ্যক্ষ কাজী মো: আবদুল হান্নান স্যার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

শিক্ষার খবর সহ সকল প্রকার খবর সবার আগে জানতে
আমাদের পেইজে ফলো দিয়ে সাথেই থাকুন সারাক্ষণ

এই খবরে সংগঠনের পক্ষ থেকে দোয়ার আবেদন জানিয়েছেন পাবনা জেলার অ্যাম্বাসেডর – মোহাম্মাদ আবু সাইদ।

👉 মোহাম্মাদ আবু সাইদ, যিনি সংগঠনের একজন নিবেদিতপ্রাণ প্রতিনিধি ও পাবনা জেলার অ্যাম্বাসেডর, তিনি বলেন –

> “অনেক পরীক্ষা-নিরীক্ষার পর স্যারের ডেঙ্গু পজেটিভ ধরা পড়েছে। ডাক্তার আপাতত এক সপ্তাহের বেড রেস্ট দিয়েছেন। বাকিটা আল্লাহর ভরসা।”

তিনি আরও জানান,

> “অনেক হিতাকাঙ্ক্ষী ভাই ফোন দিয়েছেন, কিন্তু স্যারের শারীরিক দুর্বলতার কারণে কথা বলা কষ্টকর হওয়ায় রিসিভ করতে পারেননি। এতে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত।
📱 দয়া করে প্রয়োজনীয় কথা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন।”

মোহাম্মাদ আবু সাইদ বলেন –

> “আমি সবার কাছে বিনীতভাবে দোয়া চাই, মহান আল্লাহ যেন আমাদের প্রিয় সভাপতি স্যারকে দ্রুত আরোগ্য দান করেন — শেফায়ে আজেলা কামেলা।”

এই সংবাদ ছড়িয়ে পড়লে সংগঠনের বিভিন্ন জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মাদ্রাসা শিক্ষক সমাজ এবং ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়। সবাই সভাপতি স্যারের দ্রুত সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানিয়েছেন।

✅ সবাই আমাদের সভাপতি স্যারের জন্য দোয়া করুন।
আল্লাহ তাঁকে পূর্ণ সুস্থতা দান করুন — আমিন।

✍️ প্রতিবেদক: নিজস্ব প্রতিনিধি | তথ্যসূত্র: মোহাম্মাদ আবু সাইদ, পাবনা জেলা অ্যাম্বাসেডর


বিসমিল্লাহির রাহমানির রাহিম

Google News Icon

📢 প্রতিদিন ইসলাম এর সর্বশেষ খবর পড়তে

আমাদের ওয়েবসাইট ভিজিট করুন →

🌍 পৃথিবীর যেকোনো দেশ ও বাংলাদেশের সকল জেলা, উপজেলা, বিভাগীয় ব্যুরো প্রতিনিধি এবং সকল ইউনিভার্সিটিতে প্রতিনিধি নিয়োগ চলছে।

আগ্রহী পুরুষ/ মহিলা যোগাযোগ করতে পারেন।

📞 মোবাইল: 01717289550 (WhatsApp)
📧 ইমেইল:

masayeedtonmoy@gmail.com


👍 ফেসবুক পেজ

▶️ চ্যানেল সাবস্ক্রাইব

আরও খবর

Sponsered content