অপরাধ

জুলাই শহীদ ও যোদ্ধাদের স্বীকৃতি দিয়ে অধ্যাদেশ জারি প্রতারণার মাধ্যমে সুবিধা নিলে শাস্তি

  প্রতিনিধি ১৮ জুন ২০২৫ , ৫:৫১:১৯                        

ইসলাম ডেস্ক: ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে সরকার।

আরো পড়ুন:

বেসরকারি শিক্ষকদের জন্য নতুন যে প্রজ্ঞাপন জারি করল শিক্ষা মন্ত্রণালয়

অধ্যাদেশে আহতদের তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে। আর এতে গণঅভ্যুত্থানে শহীদ এবং আহত ব্যক্তিদের যথাক্রমে ‘জুলাই শহীদ’ এবং ‘জুলাই যোদ্ধা’র স্বীকৃতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) এ অধ্যাদেশ জারি করা হয়।

তবে প্রতারণার মাধ্যমে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের দেওয়া সুযোগ-সুবিধা নিলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। একই সঙ্গে দুই লাখ টাকা জরিমানা বা নেওয়া আর্থিক সহায়তার দ্বিগুণ পরিমাণ অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে অধ্যাদেশে।

অধ্যাদেশে বলা হয়, যদি কোনো ব্যক্তি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য বা যে কোনো শ্রেণির আহত জুলাই যোদ্ধা না হওয়া সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিত বা জ্ঞাতসারে কোনো মিথ্যা বা বিকৃত তথ্য প্রদান বা তথ্য গোপন করে বা বিভ্রান্তিকর কাগজাদি দাখিল করে নিজেকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য বা আহত জুলাই যোদ্ধা দাবি করে কোনো চিকিৎসা সুবিধা বা আর্থিক সহায়তা বা পুনর্বাসন সুবিধা দাবি করেন বা গ্রহণ করেন- তাহলে তিনি অপরাধ করেছেন বলে গণ্য হবে।

আরো পড়ুন:

বহু বছর পর জনগণ স্বাধীনভাবে ভোট দেয়ার সুযোগ পাবে : ড. মুহাম্মদ ইউনূস

এক্ষেত্রে তাকে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা বা নেওয়া সুবিধা বা আর্থিক সহায়তার দ্বিগুণ পরিমাণ জরিমানা দিতে হবে।

পুনর্বাসনের বিষয়ে অধ্যাদেশে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে শহীদ হয়েছেন এমন ব্যক্তির পরিবারের এক বা একাধিক সদস্য এবং আহত জুলাই যোদ্ধাদের অনুকূলে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে।

এসব কার্যক্রমের মধ্যে রয়েছে- শিক্ষা বা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি; তার দক্ষতা ও অভিজ্ঞতাভিত্তিক উপার্জনমুখী কাজের প্রশিক্ষণের ব্যবস্থা; যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা; আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সহজ শর্তে ঋণ বা এমন সুবিধাদি প্রদান এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান।

News Icon

📢 প্রতিদিন ইসলাম – সর্বশেষ খবর পড়তে
ভিজিট করুন

🌍 দেশ-বিদেশে প্রতিনিধি নিয়োগ চলছে!
🧕 নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারেন

📞 মোবাইল: 01717289550 (WhatsApp)
📧 ইমেইল: masayeedtonmoy@gmail.com

আরও খবর

Sponsered content