অপরাধ

যেকোনো মূল্যে আয়-ব্যয়ের দায়িত্ব ছাড়তে নারাজ পরিচালক

  প্রতিনিধি ১৯ জুলাই ২০২৫ , ১১:৪৪:৪৯                        

ইসলাম ডেস্ক: গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আয়ন-ব্যয়নের কার্যক্রম হাসপাতালটির পরিচালক নিজেই করছেন।

আরো পড়ুন:

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই : প্রেস সচিব

অথচ নিয়ম ও বিধি মোতাবেক এ দায়িত্ব পালন করার কথা হাসপাতালের উপ-পরিচালকের। হাসপাতালের পরিচালকের পাশাপাশি আয়ন-ব্যয়ন কর্মকর্তার কাজটিও পরিচালক নিজে পরিচালনা করায় স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে নানা প্রশ্ন উঠেছে।

শিক্ষার খবর সহ সকল প্রকার খবর সবার আগে জানতে
আমাদের পেইজে ফলো দিয়ে সাথেই থাকুন সারাক্ষণ

২০২৩ সালের এপ্রিল মাসে পরিচালক হিসেবে যোগ দেন বর্তমান পরিচালক মো. আমিনুল ইসলাম। ওই সময় হাসপাতালে উপপরিচালক ছিলেন ডা. মো. জাহাঙ্গীর আলম। তিনি দায়িত্ব পালনকালে তাকেও আয়ন-ব্যয়নের দায়িত্ব প্রদান করা হয়নি।

উপপরিচালক জাহাঙ্গীর আলম বদলি হয়ে গেলে গত বছর ৫ আগস্টের পর তার স্থলে যোগ দেন বর্তমান উপপরিচালক মুহাম্মদ আব্দুস সালাম সরকার। তিনিও প্রায় এক বছর ধরে দায়িত্ব পালনকালে তাকেও আয়ন-ব্যয়নের দায়িত্ব প্রদান করা হয়নি।

জানা গেছে, সরকারি হাসপাতালে আয়ন-ব্যয়ন কর্মকর্তা হাসপাতালের ওষুধ কেনা, চিকিৎসা সরঞ্জামের বিল পরিশোধ, স্টাফদের বেতন প্রদান এবং বাজেট ব্যবস্থাপনার কাজ তদারকি করেন। এছাড়া আয়ন-ব্যয়ন কর্মকর্তা আর্থিক হিসাব সংরক্ষণ ও হালনাগাদ রাখা, বিল যাচাই ও পরিশোধ প্রক্রিয়া তদারকি, বাজেট প্রস্তুতকরণ ও বিশ্লেষণ, সরকারি নীতিমালা অনুযায়ী হিসাব সংরক্ষণ, অডিট বা নিরীক্ষা সহায়তা প্রদান, প্রতিদিনের নগদ লেনদেনের হিসাব রাখা, বেতন ও ভাতা সংক্রান্ত হিসাব রাখা এবং ফাইল ও ডকুমেন্ট সংরক্ষণ করে থাকেন।

অভিযোগ রয়েছে, আয়ন ব্যয়ন কর্মকর্তার দায়িত্বটি পরিচালক নিজেই পালন করে আসছেন। তাকে বার বার আয়ন-ব্যয়নের দায়িত্বটি সংশ্লিষ্ট কর্মকর্তাকে বুঝিয়ে দেওয়ার কথা বলা হলেও পরিচালক তা না করে নিজের হাতেই রেখে দিয়েছেন দুই বছর ধরে।

এ ব্যাপারে হাসপাতালের পরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, দেশের সকল সরকারি হাসপাতালে আয়ন-ব্যয়ন দায়িত্ব পরিচালক নিজের হাতেই রেখেছেন। সে হিসেবে তিনিও এ হাসপাতালের আয়ন-ব্যয়ন দায়িত্বটি নিজের কাছে রেখেছেন।

তিনি বলেন, কেবল মাত্র যেসব হাসপাতালের পরিচালক সামরিক বাহিনী থেকে আসেন সেখানে আয়ন-ব্যয়ন কর্মকর্তার দায়িত্ব হাসপাতালের উপ-পরিচালক পালন করে থাকেন। সুতরাং বিষয়টি নিয়মের ব্যত্যয় হচ্ছে না বলেও তিনি দাবি করেন।

এ ব্যাপারে জানতে চাইলে হাসপাতালের উপ-পরিচালক মুহাম্মদ আব্দুস সালাম সরকার বলেন, সরকারি আইন ও বিধি মোতাবেক হাসপাতালের উপপরিচালকেরই আয়ন ব্যয়নের দায়িত্ব পালন করার কথা। কিন্তু পরিচালক এ দায়িত্ব উপপরিচালককে না দিয়ে নিজেই পালন করছেন। পরিচালককে বারবার বলা হলেও তিনি তা দিচ্ছেন না।

Google News

প্রতিদিন ইসলাম অনলাইনের সর্বশেষ খবর পেতে
Google News ক্লিক করুন।

আরও খবর

Sponsered content