তথ্য প্রযুক্তি

মালয়েশিয়া এডুকেশন ফেয়ার উদ্বোধন, থাকছে সরাসরি ভর্তির সুযোগ

  প্রতিনিধি ১৯ জুলাই ২০২৫ , ১১:৫১:৪৩                        

ইসলাম ডেস্ক: রাজধানীতে ‌স্টাডি ইন মালয়েশিয়া এডুকেশন ফেয়ারর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বনানীর হোটেল সারিনায় এ ফেয়ারের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত মো. সুহাদা ওথমান।

আরো পড়ুন

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক সংকট পদ ফাঁকা ৪০ হাজারের ও বেশি

মেলায় মালয়েশিয়ার শীর্ষ ১৫টিরও বেশি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে ইউনিভার্সিটি মালয়া (ইউএম), ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া (ইউটিএম), এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি (এপিইউ), ইউসিএসআই, এমএমইউ, এমএসইউ।

শিক্ষার খবর সহ সকল প্রকার খবর সবার আগে জানতে
আমাদের পেইজে ফলো দিয়ে সাথেই থাকুন সারাক্ষণ

মালয়েশিয়ার প্রতিষ্ঠান ইএমজিএস এ মেলার আয়োজন করছে। বাংলাদেশে এ মেলার আয়োজক নলেজ হাব বাংলাদেশ। শিক্ষার্থীরা এ মেলা থেকে মালয়েশিয়ার বিশ্বমানের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তির সুযোগ পাবেন।

আয়োজকরা জানান, ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় ছয় দিনব্যাপী এডুকেশন ফেয়ার অনুষ্ঠিত হবে। আগামী ২৪ জুলাই পর্যন্ত এ ফেয়ার হবে। ১৮ ও ১৯ জুলাই ঢাকার বনানীর হোটেল সারিনায়, ২১ জুলাই খুলনায় হোটেল ক্যাসল সালাম এবং ২৪ জুলাই চট্টগ্রামের হোটেল দ্য পেনিনসুলাতে মেলা অনুষ্ঠিত হবে।

নলেজ হাবের চেয়ারম্যান ও সিইও আরিফ সায়েদ বলেন, এ মেলায় আবেদনকারী শিক্ষার্থীদের জন্য ফ্রি এয়ার টিকিট, ল্যাপটপসহ আকর্ষণীয় পুরস্কারসহ বিভিন্ন উপহার থাকছে।

Google News

প্রতিদিন ইসলাম অনলাইনের সর্বশেষ খবর পেতে
Google News ক্লিক করুন।

আরও খবর

Sponsered content