জাতীয়

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া

  প্রতিনিধি ২২ জুলাই ২০২৫ , ১:৩২:২৩                        

ইসলাম ডেস্ক: সচিবালয় থেকে ছত্রভঙ্গ হয়ে বেরিয়ে গুলিস্তান এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ায় জড়িয়েছেন তারা।

আরো পড়ুন:

শিক্ষার্থীদের বাধায় ফের মাইলস্টোন কলেজে ফিরলেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৫টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

শিক্ষার খবর সহ সকল প্রকার খবর সবার আগে জানতে
আমাদের পেইজে ফলো দিয়ে সাথেই থাকুন সারাক্ষণ

এদিন কয়েক ঘণ্টা সচিবালয় অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের গেট দিয়ে জোর করে বিক্ষোভ মিছিল নিয়ে ঢুকে পড়েন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়ে শিক্ষার্থীদের সচিবালয়ের ভেতর থেকে সরিয়ে দেয়।

সচিবালয় থেকে বের হওয়ার পর শিক্ষার্থীরা জিরো পয়েন্ট হয়ে গুলিস্তান এলাকার দিকে চলে যান। সেখানে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়ান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জিরো পয়েন্টে অবস্থান করছেন।

অন্যদিকে শিক্ষার্থীরা গুলিস্তানের বিভিন্ন অলিগলি ও সড়কে অবস্থান করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এ সংঘাতে শিক্ষার্থী ছাড়াও অন্য অনেককে অংশ নিতে দেখা যায়। বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছুড়তে দেখা যায়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীর একটি দল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় নানা অনিয়ম নিয়ে বিক্ষোভ করছেন। এ ছাড়া শিক্ষার্থীদের আরেকটি দল ঢাকা বোর্ড হয়ে সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। গত এসএসসি পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছেন, তাদের ফল পুনঃমূল্যায়নের দাবি জানাচ্ছেন।

Google News

প্রতিদিন ইসলাম অনলাইনের সর্বশেষ খবর পেতে
Google News ক্লিক করুন।

আরও খবর

Sponsered content