অপরাধ

শনিবার স্কুল খোলা রাখা নিয়ে জরুরি যা বলছে মাউশি

  প্রতিনিধি ২৮ জুলাই ২০২৫ , ১২:৩৩:০৩                        

ইসলাম ডেস্ক: আগামী আগস্ট থেকে শনিবার দেশের মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খবর ছড়িয়ে পড়েছে। তবে এ খবরের কোনো সত্যতা নেই বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আরো পড়ুন:

বেসরকারি শিক্ষকদের জন্য দুঃসংবাদ

মন্ত্রণালয় ও মাউশি জানিয়েছে, ফেসবুকে ছড়ানো বিষয়টি তাদেরও দৃষ্টিগোচর হয়েছে। তবে কিসের ভিত্তিতে এমন তথ্য ছড়ানো হয়েছে সেটি তাদের কাছেও অজানা। এমন কোনো সিদ্ধান্ত হলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

শিক্ষার খবর সহ সকল প্রকার খবর সবার আগে জানতে
আমাদের পেইজে ফলো দিয়ে সাথেই থাকুন সারাক্ষণ

জানতে চাইলে সোমবার (২৮ জুলাই) মাউশির উপপরিচালক মো. ইউনুছ ফারুকী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগস্ট মাস থেকে সাপ্তাহিক ছুটি বাতিলের যে দাবি করা হয়েছে সেটি সম্পূর্ণ ভুয়া। এ ধরনের কোনো আলোচনা হয়নি। কারা এবং কী কারণে এ ধরনের তথ্য ছড়িয়েছে সেটি বলতে পারব না। তবে সাপ্তাহিক ছুটি কমানো হয়নি।

এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে পাঁচদিন পাঠদান কার্যক্রম চালু থাকায় শিক্ষার ঘাটতি পুষিয়ে নিতে শনিবার ক্লাস নেওয়ার বিষয়টি আলোচনায় আসে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো নির্দেশনা আসেনি।

এদিকে আগামী আগস্ট মাস থেকে শনিবার স্কুল খোলা রাখার খবর ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করতে থাকেন শিক্ষকরা। তারা বলছেন, সাপ্তাহিক ছুটি দুইদিন থাকা জরুরি। সরকারি অফিসে সাপ্তাহিক ছুটি দুইদিন হলে স্কুলেও থাকতে হবে।

Google News

প্রতিদিন ইসলাম অনলাইনের সর্বশেষ খবর পেতে
Google News ক্লিক করুন।

আরও খবর

Sponsered content