অপরাধ

গুলশানে চাঁদাবাজি: ছাত্রনেতা জানে আলম অপু গ্রেফতার

  প্রতিনিধি ১ আগস্ট ২০২৫ , ১০:৪৯:৩৩                        

ইসলাম ডেস্ক: রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য (এমপি) শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় পলাতক গণতান্ত্রিক ছাত্রসংসদের বহিষ্কৃত কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আরো পড়ুন:

নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে বাংলাদেশ

শুক্রবার (১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষার খবর সহ সকল প্রকার খবর সবার আগে জানতে
আমাদের পেইজে ফলো দিয়ে সাথেই থাকুন সারাক্ষণ

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে গুলশানে ৫০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় পলাতক জানে আলম অপুকে রাজধানীর ওয়ারী থেকে গ্রেফতার করা হয়েছে।

রাজধানীর গুলশানের ৮৩ নম্বর রোডে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে রিয়াদ ও অপুর নেতৃত্বে একদল যুবক। ওই সময় শাম্মী আহমেদ দেশের বাইরে থাকায় তার স্বামী সিদ্দিক আবু জাফরকে জিম্মি করে তারা। ১৭ জুলাই সকালে বাসায় গিয়ে মব সৃষ্টি করে ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা নিয়ে আসে চক্রটি। পরে শনিবার সন্ধ্যায় ফের গুলশানের ওই বাসায় চাঁদার টাকা আনতে গিয়ে গুলশান থানা পুলিশের হাতে গ্রেফতার হন ৫ চাঁদাবাজ।

গুলশান থানা সূত্রে জানা যায়, এমপি শাম্মী আহমেদের বাসা থেকে নেওয়া চাঁদার ১০ লাখ টাকার ৫ লাখ টাকা নিয়েছিলেন গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু ওরফে কাজী গৌরব অপু আর বাকিটা নেন রিয়াদ। ঘটনার পর রিয়াদ গ্রেফতার হওয়ার পর অপু মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে অবশেষে ওয়ারী থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার হন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহীম হোসেন মুন্না, ঢাকা মহানগর শাখার সদস্য সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব এবং বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী আমিনুল ইসলাম।

এদের প্রত্যেককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে আমিনুল ছাড়া অপর চারজন রিমান্ডে রয়েছেন। রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ৭ দিনের রিমান্ডের চতুর্থদিন দিন (বৃহস্পতিবার) ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের। কোথায় কার কাছে টাকা রেখেছে তার বিস্তারিত তথ্য তদন্ত সংশ্লিষ্টদের জানিয়েছেন রিয়াদ।

Google News

প্রতিদিন ইসলাম অনলাইনের সর্বশেষ খবর পেতে
Google News ক্লিক করুন।

আরও খবর

Sponsered content