জাতীয়

সারা দেশের যে সকল শিক্ষক-কর্মচারীকে ডাকল শিক্ষা মন্ত্রণালয়

  প্রতিনিধি ১ আগস্ট ২০২৫ , ১০:৫৫:০৮                        

ইসলাম ডেস্ক: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তি, বকেয়া পরিশোধ, এমপিও বন্ধ বা ছাড়করণের বিষয়ে শুনানির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত আপিল কমিটির সভা আগামী ৬ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আরো পড়ুন:

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ‘বিশেষ সুবিধা’ নিয়ে বিশেষ নির্দেশনা

বুধবার (৩০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা নোটিশে অনুযায়ী, ওইদিন সকাল ১০টায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ৯০৪ নম্বর কক্ষে (শিক্ষা ভবন, ১৬ আব্দুল গণি রোড, ঢাকা) এই শুনানি অনুষ্ঠিত হবে।

শিক্ষার খবর সহ সকল প্রকার খবর সবার আগে জানতে
আমাদের পেইজে ফলো দিয়ে সাথেই থাকুন সারাক্ষণ

এতে অংশগ্রহণের জন্য দেশের বিভিন্ন জেলা ও উপজেলার ৪২ জন শিক্ষক-কর্মচারীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন— অধ্যক্ষ, প্রভাষক, সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, গ্রন্থাগারিক, এমএলএসএসসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তা।

আপিল ডাকে পাওয়া শিক্ষক-কর্মচারীরা হলেন— পটুয়াখালীর সুবিদখালী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মো: আবদুর রহমান, যশোরের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জে এম ইকবাল হোসেন এবং একই কলেজের ইংরেজি প্রভাষক মঞ্জুরুল ইসলাম, নায়কেরহাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের কৃষি সহকারী শিক্ষক মো. আব্দুল লতিফ এবং ব্রাহ্মণপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের কৃষি সহকারী শিক্ষক মো. সাজেদুল ইসলাম, খুটামারা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কৃষি সহকারী শিক্ষক মো. সোহেল আশরাফী, সোনারগাঁও গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশনের সাচিবিক বিদ্যা প্রভাষক এ কে এম জানে আলম, রায়পুর কুস্তা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি সহকারী শিক্ষক মো. নাদিম মোস্তফা, টাঙ্গাইলের এইচ.এম. ইনস্টিটিউশনের (স্কুল ও কলেজ) আইসিটি সহকারী শিক্ষক মিঞ্জু ভূঁইয়া, কামালিয়ারচর উচ্চ বিদ্যালয়ের আইসিটি সহকারী শিক্ষক হাফসা আক্তার, পটুয়াখালীর বকুলবাড়িয়ার ইউনিয়ন কলেজের অধ্যক্ষ রেজিনা সুলতানা, বরগুনার আয়লা কলেজের ইংরেজি প্রভাষক নিপা আক্তার, পাথরঘাটা সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের বাংলা প্রভাষক মো. সাইফুর রহমান এবং একই প্রতিষ্ঠানের ইংরেজি প্রভাষক মো. ওয়াহিদুজ্জামান আপিল শুনানিতে অংশগ্রহণ করবেন।

একইসাথে ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা নজরুল ইসলাম কলেজের ইংরেজি প্রভাষক জনাব মো. সিরাজ, তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের ব্যবস্থাপনা প্রভাষক বিক্রম চন্দ্র দাস, মির্জাগঞ্জের হাওলাদার ফাউন্ডেশন মহিলা কলেজের ইংরেজি প্রভাষক আঁখি, পটুয়াখালীর দশমিনা ডা. ডলি আকবর মহিলা কলেজের ইসলাম শিক্ষা প্রভাষক নুরুন্নাহার বেগম ও শরীরচর্চা শিক্ষক মো. বেল্লাল হোসেন, খুলনার খালিশপুরের খুলনা নিউজপ্রিন্ট মিলস্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাহিনা খাতুন এবং চাঁপাইনবাবগঞ্জের বারইপাড়া উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান সহকারী শিক্ষক তাসিরুল ইসলামও আপিল শুনানিতে ডাক পেয়েছেন।

Google News

প্রতিদিন ইসলাম অনলাইনের সর্বশেষ খবর পেতে
Google News ক্লিক করুন।

আরও খবর

Sponsered content