প্রতিনিধি ১১ আগস্ট ২০২৫ , ৪:২১:৩৩
ইসলাম ডেস্ক: জাতীয়করণের দাবিতে রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। আগামী ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতারা।
আরো পড়ুন:
এমপিওভুক্ত শিক্ষকদের বদলির নীতিমালা বিষয়ে সুখবর দিলেন হাইকোর্ট
এমপিওভুক্ত শিক্ষকদের দাবি, দীর্ঘদিন ধরে আলোচনার পরও পূর্ববর্তী সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি। এমনকি জাতীয় প্রেসক্লাবের সামনে ৪৪ দিনব্যাপী অবস্থান কর্মসূচি চললেও দাবি উপেক্ষিত থাকে।
{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“transform”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}
“আমরা পাবনা থেকে ঐক্যবদ্ধভাবে যাচ্ছি। এই মহাসমাবেশে যোগ দিয়ে শিক্ষক সমাজের ন্যায্য দাবি আদায়ের সংগ্রামে অংশ নেবো। ইনশাআল্লাহ, ঢাকায় গিয়ে আমরা আমাদের কথা জোরালোভাবে তুলে ধরবো।” — এম এ সাইদ (তন্ময়), সাংগঠনিক সম্পাদক, বাশিস
দেশের সকল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী, প্রতিষ্ঠান প্রধান, জেলা ও উপজেলা শিক্ষক নেতৃবৃন্দকে এই কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে।