ই-সনদ নিয়ে নতুন নির্দেশনা এনটিআরসিএর, আবেদন ফরম ডাউনলোড করুন এখানে - protidinislam.com | protidinislam.com |
জাতীয়

ই-সনদ নিয়ে নতুন নির্দেশনা এনটিআরসিএর, আবেদন ফরম ডাউনলোড করুন এখানে

  প্রতিনিধি ১৯ জুন ২০২৫ , ৯:০৫:৩২ প্রিন্ট সংস্করণ

ইসলাম ডেস্ক: অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩ এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই-প্রত্যয়নপত্র ডাউনলোড ও ভুল তথ্যাদি সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসিএ। বৃহস্পতিবার (১৯ জুন) এনটিআরসিএর ওয়েবসাইটে এ নির্দেশনা প্রকাশ করা হয়।

এনটিআরসিএর পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, এনটিআরসিএর ব্যবস্থাপনায় গৃহীত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা- ২০২৩ এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই-প্রত্যয়নপত্র (e-Certificate) প্রস্তুত কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রস্তুতকৃত ই-প্রত্যয়নপত্র (e-Certificate) ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থী তাঁর নিবন্ধন পরীক্ষার রোল, ব্যাচ, ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ই-প্রত্যয়নপত্র (e Certificate) এনটিআরসিএ-এর ওয়েবসাইট হতে ডাউনলোড করতে পারবেন।

ই-সনদ সংশোধনের আবেদন ফরম ডাউনলোড করতে এখানে ক্লিকদিন

এতে বলা হয়, অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থী তাঁর নিবন্ধন পরীক্ষার রোল, ব্যাচ, ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ই-প্রত্যয়নপত্র (e-Certificate) এনটিআরসিএ-এর ওয়েবসাইট হতে কেবলমাত্র ০১ (এক) বার ডাউনলোড করতে পারবেন। সে প্রেক্ষিতে প্রার্থী তাঁর ডাউনলোডকৃত ই-প্রত্যয়নপত্র (e-Certificate) এর সফট কপি ও হার্ড কপি সতর্কতার সাথে সংরক্ষণ করবেন। পরবর্তীতে ই-প্রত্যয়নপত্র (e-Certificate) ডাউনলোড করার জন্য ফি প্রযোজ্য হবে। ফি এর পরিমাণ ও ফি প্রদানের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্যাদি পরবর্তীতে জানানো হবে।

নির্দেশনায় এনটিআরসিএ আরও জানিয়েছে, যেসকল প্রার্থীর ই-প্রত্যয়নপত্রে (e-Certificate) নিজ নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ এবং স্থায়ী ঠিকানায় ভুল পরিলক্ষিত হবে তাঁদেরকে ই-প্রত্যয়নপত্র (e-Certificate) ডাউনলোড করার পর নির্ধারিত ফিসহ নির্ধারিত আবেদন ফর্মে ই-প্রত্যয়নপত্র (e-Certificate) সংশোধনের প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ স্বয়ংসম্পূর্ণ আবেদন আগামী ২৫ জুনের মধ্যে এনটিআরসিএ কার্যালয়ে (বাহক/সরাসরি/ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে) দাখিল করতে হবে।

আরও খবর

Sponsered content